Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ


৯ মার্চ ২০২০ ১৭:২০

এবারের বাংলাদেশ সফরে এখন পর্যন্ত জিম্বাবুয়ের সাফল্যের খাতা শূন্য! প্রস্তুতি ম্যাচ জিততে পারেনি আফ্রিকার দলটি। এরপর একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্রেফ উড়ে গেল জিম্বাবুয়ে। আজ (৯ মার্চ) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও পরিষ্কার এগিয়ে বাংলাদেশই। পরিসংখ্যানও কথা বলছে টাইগারদের পক্ষেই।

চলুন একবার বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক-
জয়-পরাজয়:

বিজ্ঞাপন

দু’দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে সর্বমোট ১১ বার। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ, জিম্বাবুয়ে ৪টি।

সর্বোচ্চ-সর্বনিম্ন সংগ্রহ:

সর্বোচ্চ স্কোরের রেকর্ড জিম্বাবুয়ের দখলে। ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় ছয় উইকেটে ১৮৭ রান তুলেছিল জিম্বাবুয়ে, যা দুই দলের মধ্যে দলীয় সর্বোচ্চ। সর্বনিম্ন স্কোরও জিম্বাবুয়ের। ২০০৬ সালে খুলনায় ৯ উইকেটে ১২৩ রান তুলেছিল আফ্রিকার দেশটি।

বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ১৮০। ২০১৬ সালে খুলনায় ৪ উইকেট হারিয়ে এই রান তোলে টাইগাররা। আর সর্বনিম্ন ১২৫/৮। ২০১৬ সালে খুলনায় এই রানে বাংলাদেশের ইনিংস থেমেছিল।

সর্বোচ্চ রান:

টি-টোয়েন্টিতে মুখোমুখিতে দু’দলের মধ্যে সফল ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ৯ ম্যাচ খেলে ৩৭৭ রান করেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক, গড় ৪৭ দশমিক ১২। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের মাসাকাদজার সমান ৯ ম্যাচে ১৯৬ রান তুলেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ২৮।

সেরা ইনিংস:

দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে সেরা ইনিংসটিও হ্যামিল্টন মাসাকাদজার দখলে। ২০১৬ সালের ২২ জানুয়ারিতে খুলনায় মাত্র ৫৮ বল খেলে ৯৩ রানে অপরাজিত ছিলেন মাসাকাদজা। বাংলাদেশের পক্ষে সেরা ইনিংসটি খেলেছেন সাকিব আল হাসান। ২০১৩ সালের মে মাসে বুলাওয়েতে ৪০ বলে ৬৫ রান করেছিলেন সাকিব।

বিজ্ঞাপন

সেরা জুটি:

সর্বোচ্চ রানের জুটি শামসুর রহমান ও সাকিব আল হাসানের দখলে। ২০১৩ সালে বুলাওয়েতে দ্বিতীয় উইকেট জুটিতে ১১৮ রান তোলেন সাকিব-শামসুর। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড ভুসি সিবান্দা এবং হ্যামিল্টন মাসাকাদজার দখলে। ২০১৬ সালে খুলনায় প্রথম উইকেটে ১০১ রান তোলেন দুজন।

সর্বোচ্চ উইকেট:

দুদলের লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ৯ ম্যাচ খেলে ২২ দশমিক ০৭ গড়ে ১৩ উইকেট সাকিবের খাতায়। আর জিম্বাবুয়ের সেরা বোলারটির নাম গ্রায়েম ক্রেমার। ৬ টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন তিনি।

ম্যাচে সেরা বোলিং:

ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ডের দখলও রেখেছেন সাকিব আল হাসান। ২০১৩ সালের ১২ মে বুলাওয়েতে চার ওভারে ২১ রান খরচায় নিয়েছিলেন চারটি উইকেট। জিম্বাবুয়ের হয়ে সেরা বোলিং ফিগার নেভিল মাদজিভার। ২০১৬ সালের ২২ জানুয়ারি খুলনায় ৩৪ রানে চার উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার।

টি-টোয়েন্টি সিরিজ প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর