Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও অনিশ্চিত কোহলি


৮ মার্চ ২০২০ ২২:৪৩

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলেক্ষে আয়োজিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দু’টি প্রীতি ম্যাচের দিন-তারিখসহ এশিয়া একাদশ স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি বিশ্ব একাদশের স্কোয়াডও চূড়ান্ত। ‍শুধু পারা যায়নি নন্দিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির অংশগ্রহণ নিশ্চিত করা! অথচ ম্যাচ ‍দু’টি মাঠে গড়াতে বাকি মাত্র দুই সপ্তাহ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বোর্ড সভা থেকে বেরিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এ খবর জানিয়েছেন। চলতি মাসের ২১ ও ২২ তারিখে মিরপুর শেরে ই বাংলায় তারকা বহুল প্রীতি ম্যাচ ম্যাচ দুটো গড়াবে।

বিজ্ঞাপন

পাপন বলেন, ‘এশিয়া একাদশ চূড়ান্ত হয়ে গেছে। তালিকা পেয়ে গেছি পুরোপুরি। বিশ্ব একাদশের ১১ জন হয়েছে, আরও ৩-৪টা নাম ঢুকাতে হবে ১৫ জন হবে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছি। অন্যান্য দেশ মোটামুটি চূড়ান্ত। পিএসএল চলছে তো। আশা করছি ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত করতে পারব। আমরা চাচ্ছি সব দেশ থেকেই আসুক, অস্ট্রেলিয়ার প্লেয়াররাও আসুক সেটাও চাছি। আর সেজন্যই আমরা অপেক্ষা করছি, কিন্তু ১১ জন চূড়ান্ত হয়ে গেছে।’

‘বিরাট কোহলিকে নিয়ে কনফিউশন হচ্ছে আমাদের। যেহেতু ওরা যে নামগুলো পাঠিয়েছে এখানে রাহুল (লোকেশ রাহুল) ২২ তারিখের এক ম্যাচ খেলবে। আর বাকিরা সবগুলোই খেলবে শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, শামি, রিশাব পান্ন্থ। কিন্তু কে এল রাহুল একটা খেলবে, আরেকটা খেলার কথা ছিল বিরাট কোহলির। তবে যেহেতু আমাদের কাছে নিশ্চয়তা আসেনি তাই নিশ্চিত করে বলতে পারছিনা। কে এল রাহুল খেলবে এটা কনফার্মেশন চলে এসেছে।’

এশিয়া একাদশ পাপন বিরাট কোহলি বিশ্ব একাদশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর