Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাহর রেকর্ডে লিভারপুলের প্রত্যাবর্তন


৮ মার্চ ২০২০ ১০:৪৭

কয়েকটা সপ্তাহ কী বাজেই না কাটল লিভারপুলের! চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার। তারপর ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-০ তে লণ্ডভণ্ড হয়ে লিগে টানা সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড বঞ্চিত হতে হয়েছে। বুধবার (৪ মার্চ) চেলসির বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বাদ পড়েছে লিভারপুল। এতো এতো ক্ষতে কাল হালকা প্রলেপ পড়ল। শনিবার (৭ মার্চ) রাতে লিগ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিভারপুল।

বিজ্ঞাপন

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট বেড়ে দাঁড়াল ৮২ (২৯ ম্যাচে)। দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৭ ম্যাচে ৫৭। আর মাত্র তিনটি ম্যাচ জিতলেই ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার নিশ্চয়তা পাবে লিভারপুল।

ইংলিশ ক্লাবটির জয়ে ফেরার দিনে কাল রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। শনিবার (৭ মার্চ) লিভারপুলের হয়ে লিগে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন এক গোল করেছেন এই মিশরীয় তারকা। ১০০ ম্যাচে সালাহর গোল সংখ্যা দাঁড়াল ৭০, যা রেকর্ড। অতীতে ক্লাবটির হয়ে ১০০ ম্যাচে কেউই এতো গোল করতে পারেননি। দুই নম্বরে থাকা ফার্নান্দো তোরেস ১০০ ম্যাচে করেছিলেন ৬৩ গোল।

অ্যানফিল্ডে কাল লিভারপুলের জয়ে ফেরার গল্পটা সহজ ছিল না। ম্যাচের নবম মিনিটে ১-০ গোল এগিয়ে যায় বোর্নমাউথ। ডি-বক্সে বল পেয়ে দারুণ এক গোল করেন বোর্নমাউথের ক্যালাম উইলসন। অনেকদিন ধরে প্রত্যাশিত পারফর্ম করতে না পারা লিভারপুলের জয় দেখতে আসা দর্শকরা তখন স্তব্ধ। লিভারপুল সমর্থকদের হতাশা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি।

২৫ মিনিটে ম্যাচে সমতা ফেরান মোহাম্মদ সালাহ। সাদিও মানের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ১-১ করে নিজে রেকর্ড গড়েন সালাহ। এর ঠিক আট মিনিট পর গোল করেন সাদিও মানে নিজে। ভার্জিল ফন ডাইকের পাস ধরে বাঁকানো শটে লিভারপুলের দুই নম্বর গোলটি করেন মানে।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে আরও তেঁড়েফুঁড়ে খেলতে চেয়েছে। তাতে অবশ্য গোল আসেনি। উল্টো গোল হজমের সম্ভাবনা জেগেছিল। ৬২ মিনিটে বোর্নমাউথের রায়ান ফ্রেজারের চিপ গোললাইন থেকে ফিরিয়েছেন লিভারপুলর জেমস মিলান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।

বিজ্ঞাপন

এদিকে, লিগের অপর ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। ওয়াটফোর্ডের বিপক্ষে ক্রিস্টাল প্যালেসও একই ব্যবধানে জিতেছে।

ইংলিশ লিগ মোহাম্মদ সালাহ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর