Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ শুরু


৭ মার্চ ২০২০ ১৮:২৩

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০’র ক্রীড়া প্রতিযোগিতা এবং ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে। দ্বিতীয় আসরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (৭ মার্চ) রাজধানীর হাতিরঝিল  অ্যাম্পিথিয়েটারে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ১লা মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০ এর সাংগঠনিক কমিটির সহ-সভাপতি নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন। পোলারের চীফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম, ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর মালিক তালহা ইসমাইল বারী, ড্যান কেকের সিইও ফিরোজ আহমেদ।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এই পৃথিবীতে যদি সূর্য না থাকতো, সূর্যবিহীন এ পৃথিবী অন্ধকার থাকত। ঠিক তেমনই জাতির পিতাবিহীন বাঙ্গালী জাতি ও বাংলাদেশ অর্থহীন।’

তিনি বলেন, ‘অর্থের অভাবে ভালো কাজ নষ্ট হয় না, কাজ নষ্ট হয় ভালো ম্যানেজমেন্টর অভাবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ‘ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, ব্যাডমিন্টন, দাবাও ও কাবাডিসহ মোট ১২টি ইভেন্টের সমন্বয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন চলমান থাকবে।’

তিনি আরো বলেন, ‘গত বছর দশটি খেলায় মোট ৭০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এ বছর আমরা দেশের প্রায় ১০২টি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করেছি। খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া লাখ লাখ শিক্ষার্থী সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সুস্থ্য, সবল ও কর্মঠ হিসেবে নিজেদেরকে প্রস্তুত করবে বলে আমরা আশা করছি।’

বিজ্ঞাপন

১২টি ইভেন্টের প্রত্যেকটিতে সেরা ৩জনকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। আর সব মিলিয়ে মোট ৬৮৭টি পদক প্রদান করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উদ্বোধন বঙ্গবন্ধু আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর