Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরভজনের সেরা টি-টোয়েন্টি দলে নেই গেইল


৭ মার্চ ২০২০ ১৭:৩৬ | আপডেট: ৭ মার্চ ২০২০ ১৭:৪০

সর্বকালের সেরা একাদশ নির্বাচনের বিষয়টি এখন হর-হামেশাই দেখা যাচ্ছে। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমগুলোকে মাঝে মধ্যেই সেরা একাদশ বেছে নিতে দেখা যাচ্ছে। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিংও এই তালিকায় নাম লেখালেন। যাদের সঙ্গে বা বিপক্ষে খেলেছেন তাদের নিয়ে সেরা একাদশ নির্বাচন করছেন এই ভারতীয় তারকা।

একদিন আগে তার নির্বাচিত টেস্ট একাদশ প্রকাশ করেছিলেন হরভজন। যেটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। বিতর্কের মধ্যেই আজ টি-টোয়েন্টির সেরা একাদশ প্রকাশ করেছেন হরভজন, সেটা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

বিজ্ঞাপন

সেই ২০০৫ সাল থেকে টি-টোয়েন্টি খেলছেন হরভজন। এই সময়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের সবচেয়ে সফল ব্যাটসম্যানটির নাম ক্রিস গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে। তবে হরভজনের একাদশে জায়গা হয়নি ক্যারিবিয়ান তারকার।

স্পিন আক্রমণ নিয়েও প্রশ্ন উঠেছে। টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল স্পিনার সুনিল নারিন বা হালের তারকা রশিদ খানকে পাশ কাটিয়ে নিজের সেরা একাদশে ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবকে রেখেছেন হরভজন। সুনিল নারিনকে রেখেছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।

হরভজনের দলে ভারতের চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

হরভজন সিংয়ের টি-টোয়েন্টি একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), জাসপ্রিত বুমরাহ (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) এবং কুলদ্বীপ যাদব (ভারত)।

বিজ্ঞাপন

দ্বাদশ ক্রিকেটার: সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)

ক্রিস গেইল টি-টোয়েন্টি দল হরভজন সিং

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর