Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটন-তামিমে উদ্বোধনী জুটির নতুন রেকর্ড


৬ মার্চ ২০২০ ১৬:১৪ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৮:৪৭

উদ্বোধনী জুটিতে লিটন দাস ও তামিম ইকবাল মিলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮২ রানের অপরাজিত জুটি গড়েছেন এ দুজন। বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

এ রিপোর্ট লেখা অবধি লিটন দাস ১০২ ও তামিম ইকবাল ৭৯ রানে অপরাজিত আছেন।

এর আগে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের রেকর্ড ছিলো মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেইনের ১৭০ রানের জুটি। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ রেকর্ড ভাঙলেন লিটন-তামিম।

এর আগে ১৯৯৯ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েছিলেন অপি-শাহরিয়ার। ওই বছরের ২৫ মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।

তামিম ইকবাল লিটন দাস লিটন-তামিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর