১৪ নম্বরের মুশফিক
৬ মার্চ ২০২০ ১৫:২৭ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৫:৩৪
দুর্দান্ত এক কাভার ড্রাইভে বল সীমানাছাড়া করলেন লিটন কুমার দাস। ক্যামেরায় ভেসে উঠল তখন মুশফিকুর রহিমের ছবি, তালি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারটি। কিন্তু একি, মুশফিকের গায়ে অতিরিক্ত ক্রিকেটারের জার্সি! অর্থৎ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ওয়ানডের স্কোয়াডে থেকেও খেলছেন না মুশফিক।
অতীতে এমন অভিজ্ঞতা কবে হয়েছে মুশফিক নিজেও হয়তো বলতে পারবেন না তারিখটা! অভিষেকের পর চোট ছাড়া অন্য কারণে কমই মাঠের বাইরে থাকতে হয়েছে মাশফিকুর রহিমকে। অভিজ্ঞ ক্রিকেটার আজ স্কোয়াডে থেকেও একাদশে নেই অদ্ভূত এক সিদ্ধান্তের কারণে।
আগামী মাসের প্রথম দিন করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। মুশফিকুর রহিম আগেই পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার নাম প্রত্যাহার করে নেওয়ার সময় অবশ্য সেটা নিয়ে খুব বেশি শোরগোল হয়নি। কারণ বোর্ডের পক্ষ থেকেই বলা হয়েছিল, কোনো ক্রিকেটার সফরে না যেতে চাইলে কাউকে জোর করা হবে না। পরিবারের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে পরে পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিক। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে থেকেও একাদশে নেই এই কারণেই।
নির্বাচকদের যুক্তি, পাকিস্তানের বিপক্ষে যারা ওয়ানডে ম্যাচটা খেলবেন তাদের জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ দেওয়া হবে। যাতে প্রস্তুতির একটা সুযোগ পায়। কিন্তু এক মাস পরের একটা ম্যাচের জন্য বর্তমান ম্যাচে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বসিয়ে রাখার যুক্তি খুঁজে পাচ্ছেন না অনেকেই।
আজকের ম্যাচে মুশফিকের জায়গায় অর্থাৎ চার নম্বরে ব্যাটিং করতে পারেন মোহাম্মদ মিঠুন। আর মিঠুনের ছয় নম্বরে খেলতে পারেন অভিষিক্ত আফিফ হোসেন ধ্রুব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রেরিত স্কোয়াড তালিকায় দেখা যাচ্ছে মুশফিকুর রহিম আজকের ম্যাচের ১৪ নম্বর ক্রিকেটার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন সৌম্য সরকারের নাম। ১৩ নম্বরে পেসার আল-আমিন হোসেন, ১৫’তে তরুণ নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মুশফিকুর রহিম শেষ ওয়ানডে