Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ী অধিনায়ক মাশরাফিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ টস জয়ী জিম্বাবুয়ের


৬ মার্চ ২০২০ ১৩:৩৪ | আপডেট: ৬ মার্চ ২০২০ ১৪:৪৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে’তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। বাংলাদেশ সময় দুপুর দুইটায় ম্যাচটি মাঠে গড়াবে। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজ আগেই ২-০’তে নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্ত্তজার দল। এই ম্যাচ দিয়েই নিজের অধিনায়ক ক্যারিয়ারের ইতি টানছেন মাশরাফি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-০’তে এগিয়ে যায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ৪ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে সাত বছর ধরে ওয়ানডে’তে অপরাজিত। আর পরিসংখ্যানও কথা বলছে টিম টাইগারদের পক্ষেই। আর তাই তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে মরিয়া টিম টাইগার।

এই সিরিজ দিয়েই সমাপ্তি ঘটছে অধিনায়ক মাশরাফির। এমনটাই জানিয়ে দিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৫ মার্চ)।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে দল: তিনাশি কামুনহুকামুয়ে, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, এবং কার্ল মুম্বা।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজ টস তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর