টি টোয়েন্টি সিরিজ: মুশফিক-সাইফউদ্দিন ইন রুবেল-শান্ত-মিঠুন আউট
৫ মার্চ ২০২০ ১৮:৫৭ | আপডেট: ৫ মার্চ ২০২০ ১৮:৫৮
সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর বাদ পড়েছেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। নবাগত হিসেবে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আগামি ৯ মার্চ সন্ধ্যা ৬টায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে চিমু চাবাবাদের মোকাবিলা করবে মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল।
একই ভেন্যুতে একই সময়ে দ্বিতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ১১ মার্চ।