Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্লেকেলেতে পোলার্ডের পাঁচশ’তে রাঙাল ওয়েস্ট ইন্ডিজ


৫ মার্চ ২০২০ ১০:০৫

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (৪ মার্চ) মাঠে নামতেই অনন্য এক মাইলফলকে নাম উঠেছে কাইরন পোলার্ডের। প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি টি-টোয়েন্টিতে পাঁচশতম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্যারিবিয়ান তারকা। পোলার্ডের অবিস্মরণীয় মাইলফলকের ম্যাচটা দারুণভাবে রাঙিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ম্যাচের সব আলো ছিল পোলার্ডের ওপরেই। আলোকিত হতে এগিয়ে এসেছিলেন পোলার্ড নিজেও। ব্যাট হাতে ১৫ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংসে টি-টোয়েন্টিতে দশ হাজার রান পূর্ণ করেছেন অবসর ভেঙে ক্রিকেটে ফেরা পোলার্ড। তবে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক এদিন ওশান থমাস।

ক’দিন আগে ২৪তম জন্মদিনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়ে খবরের শিরোনাম হয়েছিলেন ক্যারিবিয়ান এই পেসার। সেই ধাক্কা যে ভালোভাবেই কাটিয়ে উঠেছেন তার প্রমাণ দিলেন মাঠেই। মাত্র ২৮ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের মেরুদন্ড ভেঙে দিয়েছেন তিনি। যাতে ১৯৬ রানের জবাব দিতে নেমে নির্ধারিত ওভারের পাঁচ বল হাতে রেখে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।

কুশল পেরেরার ৩৮ বলে ৬৬ ও ওয়ানিন্ডু হাসারাঙ্গার ৩৪ বলে ৪৪ রানের দারুণ দুটি ইনিংস বৃথাই গেছে। কুশল তার ইনিংসটি সাজিয়েছিলেন ৬টি চার ৩টি ছয়ে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রানের সংগ্রহে বড় অবদান লিন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল আর কাইরন পোলার্ডের। ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৭ চার ২ ছয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন সিমন্স। পোলার্ড ১৫ বলে ৩ ছয় ২ চারে করেছেন ৩৪। আন্দ্রে রাসেল লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ২ চার ৪ ছয়ে করেছেন ৩৫ রান।

শ্রীলঙ্কা হয়ে লাসিথ মালিঙ্গা, ইসুরো উদানা, লাকসাম সান্দাকান ও হাসারাঙ্গা একটি করে উইকেট নিয়েছেন। দুদলের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী শুক্রবার।

ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা কাইরন পোলার্ড টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর