Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দুই জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার


৫ মার্চ ২০২০ ০৯:৩৩

গত বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট যেন পাল ছেঁড়া নৌকা! মাঠের ক্রিকেটে হতশ্রি দশা, মাঠের বাইরেও চলছিল ঝামেলা। দলের ও নিজের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। সেই ডু-প্লেসির প্রস্থানে বুঝি গতি পেল প্রোটিয়া ক্রিকেট!

গেল মাসে ডু-প্লেসি নেতৃত্ব ছেড়ে দিলে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভার পড়ে কুইন্টন ডি ককের কাঁধে। নতুন অধিনায়কের নেতৃত্বে দারুণ ভাবেই ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই করেছে ডি ককের দল। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। বুধবার (৪ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৬ উইকেটে হারিয়েছে ডি ককের দল।

বিজ্ঞাপন

লুঙ্গি এনগিডির ক্যারিয়ার সেরা বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। পরে তরুণ ওপেনার ইয়ানেমান মালানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখে সিরিজ নিশ্চিত করা জয়টা পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালোই হয়েছিল। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ প্রথম ছয় ওভারে ৫০ রান তুলে ফেলেন। কিন্তু এই গতিটা অব্যাহত রাখতে দেননি লুঙ্গি। অ্যারন ফিঞ্চ, ম্যাথু শর্টরা দাঁড়ালেও বড় জুটি গড়তে পারেননি। সব মিলিয়ে দশ ওভারে ৫৮ রান খরচায় ছয় উইকেট তুলে নিয়েছেন লুঙ্গি। ইনিংসের শেষ বলে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৭১ রানে। ফিঞ্চ, শর্ট দুজনের ব্যাট থেকেই এসেছে সমান ৬৯ রান করে। অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মিচেল মার্শ (৩৫)।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে কুইন্টন ডি কক রানের খাতা খোলার আগে প্রথম ওভারেই ফিরে গেলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে ট্রেভর স্মটস, হেনরিক ক্লাসেনদের নিয়ে মালান সেই চাপ কাটিয়ে উঠেছেন দারুণভাবে।

স্মটসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯১ রান তুলে প্রাথমিক ধাক্কা কাটিয়েছেন মালান। পরে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা আর দমাতে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ২৩ বছর বয়সী তরুণকে। অপরাজিত ছিলেন দলের জয় নিশ্চিত হওয়া অবদি। ম্যাচ সেরা মালান ১৩৯ বল খেলে ৭ চার ৪ ছয়ে ১২৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়া হেন্ডরিক্স ক্লাসেন ৫২ বলে ৩ চার ১ ছয়ে ৫২ ও স্মটস ৬৪ বলে ৩ চারে ৪১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৪৮ রানে ২ উইকেট নিয়েছেন।

ওয়ানডে সিরিজ ডি কক দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে সিরিজ নিশ্চিত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর