শেষ ওয়ানডে দলে সদ্য বিবাহিত সৌম্য
৪ মার্চ ২০২০ ১৯:৩১ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১৯:৫০
সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো চমক নেই। কেউ বাদও পড়েননি। তবে ফিরেছেন সদ্য বিবাহিত টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
১৬ সদস্যের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেইন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাইম শেখ, আল-আমিন হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার।
আগামী ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোডেশিয়ানদের মোকাবিলা করবে টাইগাররা।
প্রথম দুই ম্যাচে টানা জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে মাশরাফির বাংলাদেশ।