এমবাপে-নেইমারের অলিম্পিক স্বপ্নে পিএসজির না
৪ মার্চ ২০২০ ১৪:২৭ | আপডেট: ৪ মার্চ ২০২০ ১৪:৪৫
টোকিও অলিম্পিকে নিজ নিজ দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিলিয়ান এমবাপে এবং নেইমার জুনিয়র। আর তাদের দলের সঙ্গে যুক্ত করতে পৃথকভাবে ব্রাজিল এবং ফ্রান্স পিএসজি’র বরাবর আবেদন জানিয়েছে। তবে ফিরতি পত্রে পিএসজি জানিয়ে দিয়েছে ফিফা’র আয়োজিত কোনো টুর্নামেন্ট ব্যতীত খেলোয়াড় ছাড়বে না তারা। অর্থাৎ নিজ নিজ দেশের হয়ে টোকিও অলিম্পিকে খেলা হচ্ছে না ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপে এবং গেল অলিম্পিকে ব্রাজিলের হয়ে গোল্ডজয়ী নেইমার জুনিয়র।
ফ্রান্সের জনপ্রিয় সংবাদ মাধ্যম এলইকুইপ জানিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন তাদের দুই তারকা ফুটবলার এমবাপে এবং নেইমারকে অলিম্পিকে অংশ নিতে পাঠাবে না। যেহেতু এটা ফিফার আয়োজিত কোনো টুর্নামেন্ট নয়। আর পিএসজি মনে করছে অতিরিক্ত খেলার কারণে এই দুই ফুটবলার পরবর্তীতে ক্লাবের হয়ে নিজেদের সর্বোচ্চটুকু দিতে পারবে না। এতে করে ক্ষতিগ্রস্ত হবে পিএসজি।
অন্য দিকে পিএসজি তারকা এমবাপেকে টোকিও অলিম্পিকের প্রাথমিক স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করতে বেশ কিছু সময় ধরেই অস্বীকৃতি জানিয়ে আসছেন এমবাপে। আর যত বেশি অপেক্ষা করছেন এমবাপে ততই তাকে ঘিরে বেড়ে উঠছে গুঞ্জন। এর মধ্যে আরো গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ নিয়মিতই খবর রাখছেন এমবাপের।
আর তাই তো পরের মৌসুমে তাকে দলে ভেড়ানোর স্বপ্ন বুনছেন রিয়ালের কর্মকর্তা থেকে খেলোয়াড়, দর্শক সকলেই। কিন্তু তার ব্যাপারে এখনো বেশ আশাবাদী পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি আশা করেন মৌসুম শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন এমবাপে।
কিলিয়ান এমবাপে টোকিও অলিম্পিক নাসের আল খেলাইফি নেইমার জুনিয়র পিএসজি ফ্রান্স ব্রাজিল