Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১লা এপ্রিল বাংলাদেশ গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


৩ মার্চ ২০২০ ২২:০১

ঢাকা: আগামী ১ লা এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গেমসের উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।

বিজ্ঞাপন

এসময় ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর। আর তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবার বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি। আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। গেমসটিতে এবার ৩১ টি ডিসিপ্লিনে প্রায় ১২,০০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। দেশের ২০ টি ভেনুতে ইভেন্ট গুলো আয়োজিত হবে।

১ লা এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন।

সভায় যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আখতার হোসেন, তথ্য সচিব জনাব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জনাব শাহেদ রেজাসহ বিভিন্ন উপকমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১০ মার্চ বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেখানে অর্থমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে সূত্র নিশ্চিত করেছেন।

উদ্বোধন প্রধানমন্ত্রী বাংলাদেশ গেমস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর