টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
৩ মার্চ ২০২০ ১২:৩২ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৩:০৪
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে’তে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি মাঠে গড়াবে। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে আছে মাশরাফি বিন মুর্ত্তজার দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-০’তে এগিয়ে মাশরাফি’র দল। আর তাই তো সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টিম টাইগার্স।
সিরিজের প্রথম ম্যাচে লিটন কুমার দাসের দুর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ দল সংগ্রহ করে ৩২১ রান। জবাবে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। আর তাতেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের ব্যবধান জয় পায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে সাত বছর ধরে ওয়ানডে’তে অপরাজিত। আর পরিসংখ্যানও কথা বলছে টিম টাইগারদের পক্ষেই। আর তাই তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া মাশরাফির নেতৃত্বের দলটি।
এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন অধিনায়ক মাশরাফিন বিন মুর্ত্তজা এবং পেস বোলিং অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো: মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ ।
জিম্বাবুয়ে দল: তিনাশি কামুনহুকামুয়ে, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, রেগিস চাকাবা এবং কার্ল মুম্বা।
ওয়ানডে সিরিজ টস দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম