Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেকদিন পর আমির ঝলক


৩ মার্চ ২০২০ ১১:৩৪ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১২:০৯

‘রঙিন পোশাকের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে চাই’ বলে গত বছর টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। তারপরই মনোযোগ হারিয়ে ফেলেছিলেন কিনা কে জানে! জাতীয় দলের হয়ে প্রত্যাশামতো পারফর্ম করতে পারছিলেন না পাকিস্তানের তারকা পেসার। দল থেকে বাদও পড়তে হলো।

চলতি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) সুবিধা করতে পারছিলেন না আমির। করাচি কিংসের হয়ে প্রথম চার ম্যাচে চার উইকেট পেলেও ওভারপ্রতি রান খরচ করেছেন প্রায় ৯ করে। কাল সেই আমির ঘুরে দাঁড়ালেন দুর্দান্তভাবে। পিএসএলের ১৫ নম্বর ম্যাচে পেশওয়ার জালমির বিপক্ষে নজরকাড়া বোলিং করেছেন করাচি কিংসের পেসার।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন করাচির অধিনায়ক ইমাদ ওয়াসিম। পেশওয়ার জালমির ইনিংসের বাকি গল্পটা আমিরময়। ইনিংসের প্রথম ওভারেই পেশওয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দেন আমির। প্রথম স্পেলে দুই ওভার বোলিং করে ৯ রান খরচ করে দুই উইকেট।

১৭তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে শোয়েব মালিকের আক্রমণের মুখে পড়লেন বলে শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ৪-০-২৫-৪। অর্থাৎ ৪ ওভার বোলিং করে ২৫ রান খরচায় চার উইকেট। দ্বিতীয় স্পেলে লুইস গ্রেগরি ও ক্রেইগ ব্রাফেটকে ফিরিয়েছেন আমির।

আমির ঝড়কে পাশ কাটিয়ে শোয়েব মালিক একপ্রান্ত ধরে রেখে পেশওয়ার স্কোর দেড়শ ছাড়িয়েছেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে পেশওয়ার। শোয়েব ৫৫ বল খেলে ৬ চার ১ ছয়ে ৬৮ রান করেন।

ফর্মে থাকা বাবর আজমের দারুণ এক ফিফটিতে পরে সহজেই ম্যাচ জিতেছে করাচি। ইনিংসের প্রথম ওভারেই শারজিল খানকে (৪) হারালে দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেলসকে নিয়ে ৬৫ বলে ১০১ রান তোলেন বাবর। এমন জুটির পর পেশওয়ারের ঘুরে দাঁড়ানোর সুযোগ কমই ছিল। পারেওনি দলটি, ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫২ রান তুলে ফেলে করাচি।

বিজ্ঞাপন

বাবর ৫৯ বল খেলে ১০ চারে ৭০ রান করে অপরাজিত ছিলেন। হেলস হাফসেঞ্চুরি মিসের আফসোস নিয়ে ফিরেছেন ২৭ বলে ৪৯ রান করে। ৬ চার ২ ছয়ে ইনিংসটি সাজিয়েছেন ইংলিশ তারকা।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে বসল করাচি। ৫ ম্যাচের ৩ টিতে জেতা বাবর-আমিরদের পয়েন্ট ৬। ছয় ছয় নম্বর ম্যাচ খেলতে নেমে তৃতীয় হারের স্বাদ পাওয়া পেশওয়ার নেমে গেছে টেবিলের পাঁচ নম্বরে।

করাচি কিংস পাকিস্তান সুপার লিগ (পিসিএল) মোহাম্মাদ আমির

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর