Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরামবাগকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল


২ মার্চ ২০২০ ২১:১৮ | আপডেট: ২ মার্চ ২০২০ ২২:৫৯

ঢাকা: লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে শেখ জামাল। আরামবাগকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। এ ম্যাচ দিয়ে দুই ম্যাচ পর পূর্ণ পয়েন্ট খোয়ালো ক্যাসিনো কাণ্ডের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকা আরামবাগ ক্রীড়া সংঘ।

আজ সোমবার (২ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় সপ্তাহের ম্যাচে আরামবাগকে ৪-১ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি লিমিটেড। জোড়া গোল করেছেন বাল্লো ফামৌসা।

বিজ্ঞাপন

এর আগে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে লিগ শুরু করে শেখ জামাল। দ্বিতীয় ম্যাচেই মুক্তিযোদ্ধাকে হারিয়ে তৃতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখে আরামবাগকে বড় ব্যবধানে হারিয়ে।

অন্যদিকে মোহামেডানের কাছে হেরে লিগ শুরু করা আরামবাগ দ্বিতীয় ম্যাচেই চট্টগ্রাম আবাহনীকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেয়। তৃতীয় ম্যাচেও মুক্তিযোদ্ধাকে রুখে দেয় ড্র দিয়ে। অবশ্য চতুর্থ ম্যাচে পূর্ণ পয়েন্ট খোয়াতে হয়েছে শেখ জামালের কাছে।

আজকের ম্যাচে প্রথমার্ধেই ব্যবধান ২-১ করে বিরতিতে যায় শেখ জামাল। জোড়া গোল করেন বাল্লো ফামৌসা। প্রথমার্ধেই গোল পরিশোধ করে আরামবাগ কিংসলের গোলে। দ্বিতীয়ার্ধে কনফর্ম আর জবের দুই গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

এ জয়ে ছয় পয়েন্ট নিয়ে পাঁচে উঠে আসে শেখ জামাল। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে আটে নেমে যায় আরামবাগ।

আরামবাগ বিপিএল শেখ জামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর