Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী লিগে জয় পেল নাসরিন একাডেমি ও উত্তরবঙ্গ এফসি


২ মার্চ ২০২০ ২০:৫৪

ঢাকা: ট্রিকোটিক্স নারী ফুটবল লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। আজকের ম্যাচেও বড় জয় দেখেছে দলটি। অন্যদিকে প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে উত্তরবঙ্গ এফসি।

আজ সোমবার (০২ মার্চ) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ০-২ ব্যবধানে হারিয়েছে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নাসরিন একাডেমি। সঙ্গে বেগম আনোয়ারা ক্লাবের এটি টানা দ্বিতীয় হার।

বিজ্ঞাপন

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে ০-৭ বিশাল ব্যবধানে হারিয়েছে উত্তরবঙ্গ এফসি। কুমিল্লার এটা দ্বিতীয় হার।

দিনের প্রথম ম্যাচে বেগম আনোয়ারাকে হারানোর ম্যাচে নাসরিন একাডেমির হয়ে গোল করেছেন উন্নতি খাতুন ও রাজিয়া খাতুন।

দ্বিতীয় ম্যাচে অভিষেকেই গোলের ফোয়ারা ছুটিয়েছে উত্তরবঙ্গ এফসি। হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন মোছাম্মত সুলতানা। জোড়া গোল করেছেন রেখা ও একটি গোল এসেছে মালেনির কাছ থেকে।

ট্রিকোটিক্স নারী ফুটবল লিগ নারী লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর