Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা স্কুল শিক্ষক নই: নেইল ম্যাকেঞ্জি


২ মার্চ ২০২০ ১৭:৪৯ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৯:৫১

সিলেট থেকে: বিশ্বকাপের আগে থেকেই তামিম ইকবালের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে চাপা সমালোচনা। এরপর বিশ্বকাপ হয়ে শ্রীলঙ্কা সিরিজ এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে, পুরো সময় জুড়েই প্রশ্নবিদ্ধ দেশ সেরা এই ওপেনারের ব্যাটিং। সেটা অন্য কোনো কারণে নয়। পাওয়ার প্লে’তে ব্যাটিংয়ে নেমে ধীরলয়ের ব্যাটিংয়ে ডট বল খেলে চাপে ফেলে দিচ্ছেন ক্রিজের অপর প্রান্তের ব্যাটসম্যানকে। তাতে দলের ওপরেও তৈরি হচ্ছে বিস্তর চাপ। মিডল অর্ডারে কেউ খেললে সেই চাপ জয় সম্ভবপর হচ্ছে, নয়তো হচ্ছে না।

বিজ্ঞাপন

দেশ সেরা রান সংগ্রাহক বলেই তার প্রতি সম্মন প্রদর্শনপূর্বক সংবাদ মাধ্যমগুলো এখনো সমালোচনায় সরব হয়ে উঠেনি। তবে কোনো কোনো সংবাদমাধ্যম ঠিকই তার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন, সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার কড়া সমালোচনা দেখা যাচ্ছে। ঠিক এমন সময় তামিমের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। বললেন, ‘তামিমের ব্যাটিং ধরন নিয়ে তিনি মোটেই দুশ্চিন্তায় নেই। এবং তিনিও এও মনে করিয়ে দিলেন যে তারা স্কুল শিক্ষক নন যে তামিম কিভাবে ব্যাটিং করবে তা শিখিয়ে দেবেন কিংবা ধরে ধরে ব্যাটিং শিখিয়ে দিবেন।’

বিজ্ঞাপন

লাল সবুজের জার্সি গায়ে শেষ ১২টি ওয়ানডেতে তামিমের ব্যাট থেকে এসেছে মোট ২৮০ রান। রান গড় ২৩.৩৩। আর স্ট্রাইক রেট ৫৫ দশমিক ৫৫! এমন ধারাবাহিক ব্যর্থতার পরেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিষয়টিকে স্রেফ ‘ব্যাড প্যাচ’ হিসেবেই দেখছেন। এবার ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির কণ্ঠেও সেই সুরের অনুরণন শোনা গেল।

‘আমার মনে হয় না তামিম দিনের পর দিন ব্যর্থ হচ্ছে। সে একজন ক্লাস প্লেয়ার এটা জানতে আপনাকে ওর রেকর্ডের দিকে তাকাতে হবে। আপনারা বলছেন দিনের পর দিন ও ব্যর্থ হচ্ছে এটি একটি কঠিন বাক্য। আমরা জানি সে কত রান করেছে। কয়েকটি ম্যাচে সে খেলার বাইরে ছিল। তবে তাকে দেখে মনে হয় তার রান ক্ষুধা আছে। ও স্মার্ট অনুশীলন করে। তামিমকে নিয়ে আমি দুশ্চিন্তাগ্রস্থ নই।’

সোমবার (২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে দলের অনুশীলনে এসে একথা বলেন টাইগারদের ব্যাটিং কোচ।

ম্যাকেঞ্জি এসময়ে আরো বলেন, ‘প্লেয়ারদের বাজে পারফরম্যান্সের পেছনে মিডিয়া ভূমিকা রাখছে। মিডিয়ার কারণেই তারা চাপে থাকেন। বাংলাদেশে অসংখ্য মিডিয়া যা কিনা প্লেয়ারদের চাপে রাখে। ফলে যে পারফরম্যান্সটা হওয়ার কথা না তারা করতে পারে না। আপনি তামিমের রেকর্ডের দিকে তাকান ও তাকে খেলতে দিন। আমার মনে হয় সব সময়ই আমরা প্লেয়ারদের চাপে রাখছি। আমরা জানি আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন জায়গা। তার মানে কিন্তু এই না যে সে চেষ্টা করছে না।’

‘তামিম ভালো করেই জানে তাকে কি করতে হবে। কেউ তার ব্যাটিং করে দেবে না। তার ব্যাটিং তাকেই করতে হবে। আমি কখনো দেখি না সে খুব আস্তে ব্যাট করে কিংবা খুব দ্রুত। সে কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষেও ভাল শটস খেলে। আমরা হয়ত পাওয়ার প্লেতে তার কাছ থেকে বাড়তি দু তিনটি বাউন্ডারি আশা করি। আমরা জানি সে কি করতে পারে। গত বিপিএলে সে যে বড় সেঞ্চুরিটি করল আমরা কিন্তু সেটা দেখেছি।’ যোগ করেন টাইগার ব্যাটিং কোচ।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথার এক পর্যায়ে ম্যাকেঞ্জি এও বলে বসেন, ‘আমরা শিক্ষক নই যে সবাইকে ধরে ধরে দেখাতে হবে। সে তার গেম পরিকল্পনা ভালো করেই জানে। আমরা এখানে স্কুলের শিক্ষক নই। আমরা কাউকে বলে দিতে পারি না তাকে কি করতে হবে। আমরা মতামত দেই, উপদেশ দেই ও একটি ভাবনা দিয়ে দেই। এরপর সবকিছুই প্লেয়ারদের ওপর নির্ভর করে। আমরা কোনো তরুণ ক্রিকেটার নিয়ে কথা বলছি না, কথা বলছি একজন সিনিয়র প্লেয়ারকে নিয়ে। বিশ্বাস করেন তামিম অনেক চাপ নেয় এবং সে তার উইকেটকে গুরুত্ব দেয়।’

ওয়ানডে সিরিজ নেইল ম্যাকেঞ্জি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ব্যাটিং কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর