ভারতকে দুবার হারিয়ে দুইয়ে নিউজিল্যান্ড
২ মার্চ ২০২০ ১৬:৪২ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৬:৫৭
টানা পাঁচটি সিরিজ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছিল র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত। শুধু পরিসংখ্যান নয়, নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জেতার সব রসদই মজুদ ছিল বিরাট কোহলির দলের। মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদবকে নিয়ে গড়া ভারতের পেস আক্রমণকে বলা হচ্ছিল বিশ্বসেরা। ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুই কাজে এলো না। দুই টেস্টেই বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে ভারত।
ওয়েলিংটনে দশ উইকেটে জিতে ক্রাইস্টচার্চে আড়াই দিনেই ভারতকে উড়িয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে। দুই ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে বসেছে কেন উইলিয়ামসনের দল।
সিরিজ শুরুর আগে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের চার নম্বরে ছিল উইলিয়ামসনের দল। ভারতকে দুই ম্যাচের টেস্ট সিরিজের দু’টিতেই হারিয়ে ৫ রেটিং পয়েন্ট পেয়েছে কিউইরা। ১১০ রেটিং পয়েন্ট নিয়ে উইলিয়ামসনের দল এখন দুই নম্বরে। দুই ম্যাচ হারলেও যথারীতি শীর্ষেই আছে ভারত। কোহলির দলের পয়েন্ট ১১৬।
নিউজিল্যান্ডের উন্নতিতে একধাপ করে নিচে নেমেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দুই থেকে তিনে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৮ আর তিন থেকে চারে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ১০৫। এছাড়া আর কোনো দলেরই র্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ নিজেদের শেষ টেস্টটিতে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করলেও পরিবর্তন আসেনি র্যাংকিংয়ে। টাইগারদের অবস্থান যথারীতি ৮ম স্থানে।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দলগুলোর অবস্থান যথাক্রমে- ভারত (১১৬), নিউজিল্যান্ড (১১০), অস্ট্রেলিয়া (১০৮), দক্ষিণ আফ্রিকা (৯৮), শ্রীলঙ্কা (৯১), পাকিস্তান (৮৫), ওয়েস্ট ইন্ডিজ (৮১), বাংলাদেশ (৬১) ও আফগানিস্তান (৪৯)।