এল ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল
২ মার্চ ২০২০ ০৯:২৭ | আপডেট: ২ মার্চ ২০২০ ০৯:২৮
ম্যাচের প্রথম দিকে রয়েসয়ে খেলেছে দুই দলই। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণ প্রতিআক্রমণে দারুণভাবে জমে উঠে ‘এল ক্লাসিকো’। জমজমাট লড়াইয়ে বার্সেলোনাকে কাল ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটির হয়ে গোল দুটি করেছেন ভিনিসিয়ূস জুনিয়র ও মারিয়ানো ডিয়াজ।
এই জয়ে আবার স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে বসল রিয়াল। ২৬ ম্যাচে জিনেদিন জিদানের দলের পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫৬। সমান ম্যাচে দুই নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৫।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক ছিন্ন হয়েছে অনেকদিনই হলো। গত বিশ্বকাপের পর রিয়াল ছেড়ে জুভেন্টাসে থিতু হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তারপরও কাল গ্যালারীতে দেখা গেল রোনালদোকে। ‘এল ক্লাসিকো’র উত্তেজনা উপভোগ করতেই হয়তো এসেছিলেন! ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারটিকে স্বাক্ষী রেখেই কাল বার্সেলোনাকে হারাল জিদানের দল।
রোনালদোকে পেয়েই কিনা, কাল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়গো বার্নাব্যুর গ্যালারীতে দেখা গেল অন্যরকম একটা আমেজ। প্রথমার্ধে অবশ্য গোল উদযাপন করতে পারেননি দর্শকরা। প্রথমার্ধে সুযোগ মিসের মহড়ায় নেমেছিলেন দুদলের ফুটবলাররাই।
ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু ডি-বক্সে সুবিধাজনক অবস্থানে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি করিম বেনজেমা। ৩৩ মিনিটে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও গোল করতে পারেননি বার্সেলোনার আর্থার।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে চেয়েছে দুই দল। ৫৫ মিনিটে দুর্দান্ত এক শট নিয়েছিলেন ইসকো। রিয়াল তারকার শট ঝাঁপিয়ে পরে ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। ৬২ মিনিটে মার্সেলোকে পরাস্ত করে কোর্তোয়াকেও পেছনে ফেলছিলেন বার্সার মার্টিন বাথওয়েট। তবুও গোল পাননি বার্সা তরুণ, রাফায়েল ভারানে ঠেকিয়ে দেন বাথওয়েটকে।
৭১ মিনিটে ভিনিসিয়ূস জুনিয়রকে আর আটকাতে পারেনি বার্সা। টনি ক্রুসের রক্ষণচেরা পাস ধরে জেরাড পিকে ও টের স্টেগানকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারুণ, ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা পরে এই গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। সেটা তো পারেইনি, উল্টো অতিরিক্ত সময়ে আরও এক গোল হজম করে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে। গতিতে স্যামুয়েল উমতিতিকে পেছনে কোনাকুনি শটে রিয়ালের হয়ে দুই নম্বর গোলটি করেন মারিয়ানো ডিয়াজ, চলতি মৌসুমে লিগে এটাই তার প্রথম গোল।
এদিকে, লিগে কাল দিনের অপর ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাথলেটিকো বিলবাও।