জিম্বাবুয়ের স্কোয়াডে ব্যাটিং কোচ!
১ মার্চ ২০২০ ১৪:৪৩ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৪:৪৭
সিলেট থেকে: বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ওয়ানডের টিম লিস্ট দেখেই চক্ষু চড়কগাছ। একি! দলে তো দেখি ব্যাটিং কোচ! কিন্তু কেন?
খোঁজ নিয়ে জানা গেল ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ের টেস্ট দলে ছিলেন না শন উইলিয়ামস। ওয়ানডে সিরিজের শুরুতেই আসার কথা থাকলেও আসতে পারেননি। দলের সঙ্গে যোগ দিতে দিতে প্রথম ম্যাচের শেষ বেলা। এদিকে হুট করে অসুস্থ হয়ে নামা হয়নি ক্রেইগ আরভিনেরও। জানা গেছে গত রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মানে দু’জন কি প্লেয়ারই দলে নেই। ফলে কনকাশনের বিষয়টি মাথায় রেখে দলের ১৬ সদস্যের স্কোয়াডে নেওয়া হয়েছে স্টুয়ার্ট মাৎসিকেনেরিকে।
মূলত জিম্বাবুয়ে দলের ১৬তম সদস্য হিসেবেই মাৎসিকেনেরিকে স্কোয়াডে নেওয়া হয়েছে। যা ক্রিকেটের ইতিহাসেই বিরল।
আরভিনের অসুস্থতা আর উইলিয়ামসনের ঠিক সময়ে সিলেটে এসে না পৌঁছানোয় ১৫ জনের জিম্বাবুয়ে স্কোয়াড নামিয়ে আনা হয় ১৩ জনে। একাদশের বাইরে থাকা চার্লটন টুশুমা ও আইনসলে এনডিলোভু- দুজনেই বোলার। ম্যাচ চলাকালীন মাথায় আঘাতজনিত কারণে কোনো ব্যাটসম্যানের বদলি প্রয়োজন হলে দলকে বিপাকেই পড়তে হতো। সেই ভাবনা থেকেই হয়ত মাৎসিকেনেরিকে দলে নিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে স্কোয়াড প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ব্যাটিং কোচ স্কোয়াডে