৮ মাস পর লিটনের ফিফটি
১ মার্চ ২০২০ ১৪:৩১ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৪:৫৫
‘রানক্ষরা’ অবশ্য বলা যাবে না, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসগুলো বড় করতে পারছিলেন না তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস। আজ সেই আক্ষেপ ঘুচবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। তবে লিটন কিন্তু পথেই আছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পূর্ণ করেছেন ডানহাতি ব্যাটসম্যান।
৪৫ বলে ফিফটি পূর্ণ করা লিটন এই প্রতিবেন লেখার সময় ৬৭ রানে অপরাজিত। তার একশ’র বেশি স্ট্রাইকরেটের ইনিংসটিতে চারের মার ৬টি, ছক্কা ১টি।
ওয়ানডেতে প্রায় আটমাস পর অর্ধশতকের দেখা পেলেন লিটন। সর্বশেষ পঞ্চাশ পেরিয়েছিলেন গত বিশ্বকাপে। টাউনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ রানের অপরাজিত ম্যাচজয়ী এক ইনিংস খেলেছিলেন লিটন। তারপর পাঁচ ইনিংস ব্যাটিং করে ফিফটি পেলেন ২৫ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
অর্ধশতক প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে লিটন দাস সিলেট