Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রানের পুঁজি টাইগারদের


১ মার্চ ২০২০ ১৬:১৩ | আপডেট: ১ মার্চ ২০২০ ২১:২৭

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের ৮ম সর্বোচ্চ রান সংগ্রহ করল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান আর তাতেই জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২২ রানের।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’তে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস সাবধানী সূচনা করেন। প্রথম দশ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ৪৪ রান। এরপর কিছুটা হাত খুলে খেলতে থাকেন তামিম। তবে ইনিংসের ১৩তম ওভারের ৪র্থ বলে ওয়েসলি মাধেভারের বলে এলবিডাব্লিউ’র শিকার হয়ে ফিরতে হয় তামিমকে। অবশ্য এর আগে ১২তম ওভারের শেষ বলে কার্ল মুম্বার বলেও এলবিডাব্লিয়ের আবেদন উঠেছিল তামিমের বিপক্ষে। তবে আম্পায়ার নট আউট বললে রিভিউ নেয়নি জিম্বাবুয়ে। পরবর্তীতে রিপ্লে’তে দেখা যায় নিশ্চিত আউট থেকেই বেঁচে গেলেন তামিম। দলীয় ৬০ রানে আউট হওয়ার আগে তামিম ৪৩ বল খেলে ২টি চারে করেন ২৪ রান।

বিজ্ঞাপন

তামিম ফিরলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের সঙ্গে গড়লেন ৮০ রানের ঝড়ো জুটি। তবে দলীয় ১৪০ রানে ইনিংসের ২৬তম ওভারের ৪র্থ বলে টিনোটেন্ডা মুতোমবোদজি শিকার হয়ে ফেরেন শান্ত। আউট হওয়ার আগে নামের পাশে এক চার দুই ছয়ে ৩৮ বলে ২৯ রান যোগ করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন লিটন দাস। এটি জিম্বাবুয়ের বিপক্ষে তার প্রথম শতক এবং ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন এই ওপেনার। শতক তুলে নিতে লিটন খেলেন মাত্র ৯৫টি বল। লিটনের শতক পূর্ণ হতেই প্যাভিলিয়নের পথে পা মাড়ালেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলীয় রান তখন ১৮২ আর মুশির নামের পাশে ২৬ বলে মাত্র ১৯ রান।

বিজ্ঞাপন

৩৬তম ওভারের দ্বিতীয় বলটি পুল করতে গেলে বল মিস হয়ে সোজা এসে লিটনের হেলমেটে লাগে। এরপর থেকেই অস্বস্তিবোধ করতে থাকেন এই ওপেনার। তবে তারপরেও এক ওভার মাঠে ছিলেন। পরের ওভারে ওয়েসলি মাধেভারের বলে ছক্কা হাঁকানোর পর আর মাঠে থাকতে পারেননি লিটন। ১০৫ বলে ১৩টি চার আর ২টি ছয়ে ১২৬ রান করে রিটায়ার্ড হয়ে ফিরে যান লিটন।

লিটন রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে উইকেটে আসেন মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে রিয়াদের সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন। ইনিংসের ৪৬তম ওভারে ক্রিস এমপফুর বলে এলবিডাব্লিউ’র শিকার হয়ে রিয়াদ ফেরেন দলীয় ২৭৪ রানে। এর আগে রিয়াদ ২৮ বলে ২টি চার এবং ১টি ছয়ে ৩২ রান করেন।

শেষ দিকে দারুণ ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন মোহাম্মদ মিঠুন। তবে ফিফটি হাঁকানোর পরেই এমপফুর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মিঠুন। দলীয় ২৮৯ রানে ব্যক্তিগত ৪১ বলে ৫০ রানে ফেরেন মিঠুন। মিঠুনের ইনিংসে ৫টি চারের সঙ্গে ছিল একটি ছয়ের মারও। শেষ দিকে মিরাজের ৭ আর মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ১৫ বলে ২৮ রানে বাংলাদেশের ইনিংস থামে ৩২১ রানে। জিম্বাবুয়ের হয়ে দু’টি উইকেট নেন ক্রিস এমপফু আর একটি করে উইকেট তুলে নেন টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভার এবং কার্ল মুম্বা।

টপ নিউজ তিন ম্যাচ সিরিজ প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ব্যাটিং বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর