Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্বের আগে ১০ দিন সময় পাচ্ছেন জামালরা


২৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৪

ঢাকা: আগামী মাসের ২৬ তারিখ আফগানিস্তান ম্যাচ দিয়ে আবারও শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপের বাছাইপর্বে লড়াই। হোম ম্যাচ হিসেবে ম্যাচটি খেলবে জামাল ভূঁইয়ারা। ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে। লিগের মাঝেই বিরতিতে এ ম্যাচের প্রস্তুতি নিবে জেমি ডে’র শিষ্যরা। আফগানিস্তানের ম্যাচের জন্য মোট ১০ দিনের মতো প্রস্তুতির সময় পাচ্ছে বাংলাদেশ।

বাফুফে ভবনে আজ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় দলের ক্যাম্প শুরু করার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ১৫ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ২৬ মার্চ আফগানিস্তানের সঙ্গে হোম ম্যাচ জামাল-তপুদের।

বিজ্ঞাপন

কোচের কথামতোই ১৫ মার্চ ক্যাম্প শুরু হচ্ছে। ১০ দিনের অন্তত ৬-৭ দিন ঢাকায় অনুশীলন করে তিন দিন সিলেটের মূল ভেন্যুতে অনুশীলনে যোগ দিতে চায় জেমিরা।

এ ম্যাচের জয়ের আশ্বাস রাখা জেমির কথায়, ‘শেষ ম্যাচে আমাদের দুর্ভাগ্য যে আমরা পেনাল্টি পাইনি। ওরা ভাল দল, ওদের খেলোয়াড়রা ইউরোপ, ইংল্যান্ড-আমেরিকায় খেলে। র‌্যাঙ্কিং আর খেলোয়াড়দের মান অনুযায়ী ওরা আমাদের চেয়ে ভাল দল, তবে আমাদের সুবিধা ম্যাচটা আমাদের ঘরের মাঠে। আশা করি আমাদের সমর্থকেরা আসবে, খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারলে ভাল কিছু সম্ভ। সেটাই আমরা করতে চাই। ’

সিলেটে অতীত অভিজ্ঞতা আছে কোচ জেমি ডে’র। বঙ্গবন্ধু গোল্ডকাপের একটি ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে খেলেছিল বাংলাদেশ। সেই অতীত টেনেই জেমি বললেন, ‘শেষবার সিলেটে খেলেছি খুব উপভোগ করেছি। মাঠেও অনেক সমর্থক ছিল, ওরা ফুটবল বেশ উপভোগ করে, অনেক সমর্থক এসেছিল সেবার। শেষবার সম্ভবত ফিলিপাইনের বিপক্ষে খেললাম আমরা ওখানে। শেষবার উপভোগ করেছি। আশা করি এবারও ভাল খেলতে পারবো। আর সময়টা উপভোগ করতে পারবো।’

বিজ্ঞাপন

আফগানিস্তান ম্যাচের পরেই কাতারের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ। ৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে জেমিরা। বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে যেতে চায় জেমি,‘কাতারের বিপক্ষে ম্যাচ খুব কঠিন হবে। ওদের র‌্যাঙ্কিং ৬০ এর ঘরে। ওরা ইংল্যান্ডের বিপক্ষেও ভাল খেলবে। অভিজ্ঞতার জন্য এটা ভাল ম্যাচ। আমরা জানি আমরা এমন দলের সঙ্গে খেলবো যারা আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে। ’

আফগানিস্তান বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর