Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৭

আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রতিটি ম্যাচ।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) ইতোমধ্যেই নির্ধারণ করে দিয়েছে টিকিটের মূল্য। যেখানে সর্বনিম্ন মূল্য নির্ধারিত হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা।

ওয়েস্টার্ন গ্যালারী এবং গ্রিন হিল এরিয়ার টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা করে। ইস্টার্ন গ্যালারির টিকিট কিনতে গেলে প্রয়োজন হবে ১৫০ টাকা। চলাব হাউজের টিকিটের দাম নির্ধারিত হয়েছে ৩০০ টাকা এবং গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হবে গুণতে হবে ১ হাজার টাকা।

ম্যাচের টিকেট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে।

সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটি খেলা হবে একই ভেন্যুতে যথাক্রমে ৩ এবং ৬ মার্চ।

ওয়ানডে সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর