বিশ্বকাপে অজিদের বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১১
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। বাংলাদেশ দল ১৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয়। আর তাতেই ৮৬ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
১৯০ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ দল। আর টাইগ্রিসদের ব্যাটিংয়ের শুরুটাও হয়েছিল অনেক ধীর। রানের চাকা যেন চলছিলই না। সাড়ে ৯ ইকোনমি রেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সে গতির কাছেও যেতে পারেনি। চতুর্থ ওভারের চতুর্থ বলে দলীয় মাত্র ১৯ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। মুরশিদা খাতুন ব্যক্তিগত ৮ রানে মেগান স্কাটের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এরপর দলের স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ হতেই ফেরেন শামিমা সুলতানা (১৩)। উইকেটে এসে যেন থাকতেই মন চাইছিল না টাইগ্রিসদের। তাই তো ষষ্ঠ ওভারে দলীয় ২৬ রানে ফিরলেন সানজিদা ইসলাম (৩)। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েন নিগার সুলতানা এবং ফারগানা হক। এই দুই ব্যাটার ৫০ রানের জুটি গড়েন।
তবে দলীয় রান ৭৬ হতেই নিগার সুলতানা (১৯) ফেরেন। নিগার ফেরার পর রুমানার সঙ্গে জুটি গড়েন ফারগানা। এই দুইয়ের জুটি ২১ রান হতেই ব্যক্তিগত ১৩ রানে ফিরতে হয় রুমানাকেও। দলের স্কোরবোর্ডে রান সংখ্যা তখন মাত্র ৯৫। উইকেটে তখনও ছিলেন ফারগানা। তবে বেশি সময় আর থাকেননি মাঠে। দলীয় রান ১০০ ছুঁতেই স্কাটের তৃতীয় শিকার হয়ে ফেরেন ফারগানা। আউট হওয়ার আগে অবশ্য টাইগ্রিসদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করেন তিনি।
শেষ দিকে জাহানারা (১), সালমা খাতুনরা (০) যাওয়া আসার মিছিলে থাকলে ৯ উইকেটে ১০৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। আর ৮৬ রানের জয় তুলে নেয় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মেগান স্কাট। আর দু’টি উইকেট নেন জেস জনাসন।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের বোলাররা পাত্তায় পায়নি অজি দুই ওপেনারের কাছে। শুরু থেকেই টাইগ্রিস বোলারদের উপর চড়াও হয় হেলি এবং মুনি। প্রথম পাওয়ার প্লে থেকেই ৫৩ রান তোলেন এই দুই ওপেনার। এরপরও রানের চাকা থামার কোনো লক্ষ্মণের দেখা মেলেনি। ওভার গড়াতেই সালমা-জাহানারাদের উপর আরো চড়াও হয় অজি এই দুই ওপেনার। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন হেলি এবং মুনি। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে তোলেন ১৫১ রান।
ব্যাট হাতে দুর্দান্ত অ্যালিসা হেলি মাত্র ২৬ বলেই পূর্ণ করেন নিজের অর্ধশতক। তাকে যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিয়েছেন বেথ মুনি। এই দুইয়ের ব্যাটিং ঝড়ে ১০ দশমিক ৪ ওভারেই তুলে নেয় দলীয় শতক। দলীয় রান শতক পার হতেই আরো চড়াও হয় দুই অজি ব্যাটসম্যান। আর এবার যোগ দেন মুনি। হেলির রাস্তায় হেঁটে তুলে নেন নিজের অর্ধশতকও। তবে মুনি অর্ধশতক তুলে নিতে খেলেন ৪০টি বল।
টাইগ্রিসরা যেন এদিন ক্যাচ মিসের মহড়া দিতে মাঠে নামে। একের পর ক্যাচ মিস করে হেলি এবং মুনিকে জীবনদান করতে থাকেন। তবে ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে সালমা খাতুনের ঘূর্ণিতে ক্যাচ পয়েন্ট দাঁড়ানো সানজিদা ইসলামের হাতে ক্যাচ তুলে দেন অ্যালিসা হেলি। দলীয় ১৫১ রানে প্রথম উইকেটের পতন হয় অজিদের। প্যাভিলিয়নে ফেরার আগে নামের পাশে মাত্র ৫৩ বলে ৮৩ রান যোগ করেন হেলি। প্রায় ১৫৭ স্ট্রাইক রেটে ব্যাট করা হেলির ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছয়ের মার।
শেষ দিকে অ্যাশলে গার্ডনারের ঝড়ো ৯ বলে ২২ রান এবং বেথ মুনির অপরাজিত ৫৮ বলে ৮১ রানে অজিদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ১৮৯ রান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি তুলে নেন অধিনায়ক সালমা খাতুন। ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে অ্যালিসা হেলির (৮৩) উইকেটটি তুলে নেন সালমা।
দ্বিতীয় ম্যাচ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া