টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৫
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করেও ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ১৪৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৪ রানে থামে বাংলাদেশ দলের ইনিংস। আর তাতেই ১৮ রানের জয় পায় ভারত।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন সালমা খাতুনের দল। তবে ভারতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাসে কিছুটা হলেও ফাটল ধরেছে বাংলার বাঘিনীদের।
অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৭ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রবল বিক্রমে ঘুরে দাঁড়িয়ে ৫ উইকেটের জয় ছিনিয়ে এনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে হেরে এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর সালমা খাতুনেরা। অপরদিকে দ্বিতীয় জয়ের জন্য মাঠে নামছে অজিরা।
বাংলাদেশ একাদশ: শামিমা খাতুন, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক, ফাজিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আকতার, খাদিজা তুল কুবরা।
অস্ট্রেলিয়া দল: অ্যালিসা হেলি (উইকেটরক্ষক), বেথ মুনি, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, এলিসা পেরি, রেচেল হায়ানস, নিকোলা ক্যারি, জেস জনাসেন, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিনা অয়্যারহ্যাম, মেগান স্কাট।