Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিড ব্যাকহামের সঙ্গে পরীক্ষায় বসবেন ‘বাংলাদেশের জেমি’


২৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৭

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিরতি চলছে। এরই মধ্যে ছুটিতে যাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। এর মধ্যেই নাতিদীর্ঘ ছুটিতে যাচ্ছেন এই ইংলিশ কোচ। ছুটিতে ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড ব্যাকহাম ও জেমি ডে একই টেবিলে বসছেন একই পরীক্ষা দিতে!

একটু খোলাসা করা যাক রহস্যটা।

ছুটিতে যাচ্ছেন জেমি তার উয়েফা প্রো কোচিং লাইন্সের পরীক্ষায় অংশ নিতে। ২৮ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি। এরপর প্রো কোচিং লাইসেন্সের একটি পরীক্ষায় অংশ নিবেন জেমি। সেই পরীক্ষায় জেমির সঙ্গে থাকছেন ইংলিশ তারকা ফুটবলার ডেভিড ব্যাকহাম।

ব্যাকহামও ফুটবলে খেলোয়াড় ক্যারিয়ার শেষ করে এখন মেজর লিগ সকারে একটি দল তৈরি করছেন। স্টেডিয়ামসহ ক্লাবের প্রস্তুতি সেড়ে ফেলছেন তিনি। আগ্রহের জায়গা থেকে এরই মধ্যে উয়েফা প্রো লাইসেন্সের কাজও শেষ করছেন জেমি।

তাই দুই স্বদেশি সাবেক ফুটবলার এখন একই কাতারে দাঁড়াতে যাচ্ছে। একই সময়ে একইসঙ্গে পরীক্ষায়ও অংশ নিতে চলেছেন।

পরীক্ষা শেষে ৪ মার্চ ঢাকায় ফিরবেন জেমি। ২৬ তারিখ আফগানিস্তান ম্যাচ আছে বাংলাদেশের। সেটির প্রস্তুতি শুরু করবেন ১৬ মার্চ থেকে।

ইলিশ উয়েফা প্রো লাইসেন্স জেমি ডে ডেভিড ব্যাকহাম