Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারিক কাজীসহ নতুন যাদের উপর নজর রাখছেন জেমি


২৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৫

ঢাকা: ভাইরাস জ্বরে আক্রান্ত না হলে আরও আগে আসতে পারতেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ছয়দিন আগে এসে চলমান লিগের ছয়টি ম্যাচ দেখেছেন তিনি। সামনের মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে দল সাজাচ্ছেন এই ইংলিশ কোচ। আফগানিস্তান ম্যাচকে সামনে রেখে সেই দলে কিছু পরিবর্তন আসবে বলে আভাস দিলেন জেমি।

বসুন্ধরা কিংসের তারিক কাজীসহ কিছু খেলোয়াড়ের দিকে নজর রাখছেন জেমি।

২৬ মার্চ আফগানিস্তানের সঙ্গে হোম ম্যাচ বাংলাদেশের। এই দলের স্কোয়াড সাজাতে ব্যস্ত কোচ। লিগে বর্তমান দলের খেলোয়াড়দের পারফরম্যান্সসহ নতুন খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছেন তিনি।

নতুন কাদের সুযোগ হতে পারে জানালেন জেমি, ‘যারা কখনও সুযোগ পায়নি, তাদের ভাল করতে হবে। যারা জাতীয় দলে আছে তাদের চেয়ে ভাল কিছু করে দেখাতে হবে। জাতীয় দলের ফুটবলারদের চেয়ে ভাল খেলতে হবে তাদের এবং আমাকে দেখাতে হবে।’

লিগে আপাতত বিরতি চলছে। এ মাসে কোনও ম্যাচও নেই। এর মধ্যে জেমিও ছুটিতে যাচ্ছেন নিজের উয়েফা প্রো কোচিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নিতে। ফিরবেন ৪ মার্চ। আফগানিস্তান ম্যাচের আগে অন্তত দশ দিন ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন কোচ, ‘২৬ মার্চের আগে অনেকগুলো ম্যাচ হবে। আমরা সবগুলোই দেখবো, এখন বাকিটা তাদের উপর যারা আছে তাদের চেয়ে ভাল করে দেখাতে হবে।’

এর মধ্যে বিশেষ করে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তারিক কাজীকে বিশেষ নজরে রেখেছেন কোচ। নজরে আছে বাংলাদেশ পুলিশের এস এম বাবলুও। ইতোমধ্যে তারিক কাজীর অভিষেকও হয়ে গেছে। অন্যদিকে তিনটি ম্যাচেই খেলেছেন বাবলুও।

জাতীয় দলে কে ডাক পাচ্ছে এখন সেটাই দেখার বিষয়।

বিজ্ঞাপন

জেমি ডে তারিক কাজী বাবলু বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর