Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৫

গেল ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই শক্তিশালী স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ক্যানবেরায় স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে নামবে সালমা খাতুনের দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করেও ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ১৪৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৪ রানে থামে বাংলাদেশ দলের ইনিংস। আর তাতেই ১৮ রানের জয় পায় ভারত।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন সালমা খাতুনের দল। তবে ভারতের বিপক্ষে হেরে আত্মবিশ্বাসে কিছুটা হলেও ফাটল ধরেছে বাংলার বাঘিনীদের।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধি), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান শুকতরা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোসা. রিতু মনি ও সোবহানা মোসতারি।

অস্ট্রেলিয়া দল: মেগ ল্যানিং (অধিনায়ক), রেচেল হায়ানস, এরিন বার্নস, নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, অ্যালিসা হেলি, জেস জনাসেন, ডেলিসা কিম্মিন্স, সোফি মলিনক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, মলি স্ট্রানো, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিনা অয়্যারহ্যাম।

নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর