সকালে বাংলাদেশ সন্ধ্যায় জিম্বাবুয়ে
২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৩
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি দাপটের সঙ্গেই জিতে নিয়েছে বাংলাদেশ। দাপুটে ব্যাটিং-বোলিংয়ে পাঁচ দিনের ম্যাচটি শেষ করেছে চতুর্থ দিনের চা বিরতির আগেই। টেস্ট ম্যাচ শেষে এবার অপেক্ষা ওয়ানডে সিরিজের। যা শুরু হতে যাচ্ছে আগমি ১ মার্চ থেকে চা’র নগরী সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শেষ হবে ৬ মার্চ।
সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবে দুই দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজার নেতৃত্বে বাংলাদেশ দল সকাল ১১টায় সিলেটের বিমান ধরবে ডমিঙ্গো শিষ্যরা। আর জিম্বাবুয়ে দল সিলেটে রওনা হবে সন্ধ্যা ছ’টায়।
ম্যাচ তিনটি মাঠে গড়াবে; ১,৩ ও ৬ মার্চ।
বাংলাদেশের ১৫ সদ্যের দল: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হেসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম