জরিমানা গুনছেন আল-আমিন
২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৩
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে বাজে ভাষা ও অসংগত শরীরী ভঙ্গি দেখিয়েছিলেন পেসার আল আমিন হোসেন। ম্যাচ চলাকালীন এমন আচরণ ক্রিকেটের বিধির পরিষ্কার লঙ্ঘন। ফলে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিসিএলে আল আমিনের দল দক্ষিণাঞ্চলের ম্যানেজার নাফিস ইকবালের বরাত দিয়ে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন জানিয়েছে, ‘ম্যাচ রেফারির কাছে আল-আমিন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির দরকার হয়নি। তাঁকে ম্যাচ ফি–র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।’
আচরণবিধি লেভেল ১ ধারায় (২.৫) দোষী সাব্যস্ত হয়েছেন আল–আমিন। এই ধারায় আনুষ্ঠানিক তিরষ্কার হলো সর্বনিম্ন শাস্তি। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি–র ৫০ শতাংশ অর্থ জরিমানা। বলার অপেক্ষাই থাকছে না, সে হিসেবে সর্বোচ্চ শাস্তিই পেলেন লম্বা সময় পর জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা এই ডান হাতি পেসার।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বিসিএলের ফাইনালে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে হ্যাট্টিক শিরোপা ঘরে তোলে দক্ষিণাঞ্চল। সেই ম্যাচে অঘটনটি ঘটিয়েছিলেন আল আমিন।
অষ্টম আসর জরিমানা পেসার আল-আমিন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)