শেখ রাসেলকে তাদের মাঠেই হারালো মোহামেডান
২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৪
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডেও এখনও জয়ের দেখা পায়নি শেখ রাসেল। উল্টো ঘরের মাঠেই মোহামেডানের কাছে হেরে পূর্ণ পয়েন্ট হারিয়েছে গেল মৌসুমের দুর্দান্ত ফর্মে থাকা দলটি। এ মৌসুমে নিজেদের ছাঁয়া হয়ে আছে এখনও পর্যন্ত। এদিকে সিলেটের মাটিতে তাদের হারিয়ে ফিরছে মোহামেডান। এ নিয়ে তিন ম্যাচে দুই ম্যাচে জয় পেল মোহামেডান।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় রাউন্ডের খেলায় মোহামেডানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে শেখ রাসেল। টানা দুই ড্রয়ের পর এটা তাদের প্রথম হার। অন্যদিকে তিন ম্যাচে দুই জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান।
এর আগে লিগের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছিল শেখ রাসেল। দ্বিতীয় ম্যাচেও রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারানোর অথৈ সাগরে ডুব দিয়েছিল অল ব্লুসরা। ঘরের মাঠে জয়ের আশায় থাকা শেখ রাসেলের ঘরে গুড়েবালি দিয়েছে মোহামেডান।
অন্যদিকে আরামবাগকে হারিয়ে লিগের মিশন শুরু করা মোহামেডান দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহে সাইফের কাছে পূর্ণ পয়েন্ট খুঁইয়ে আসলে এক ব্যাকফুটে চলে যায়। তবে, এভাবে ঘুরে আসবে সেটা হয়তো অনেকেই ভাবেনি। হ্যাভিয়েট শেখ রাসেলকে তাদের ঘরের মাঠেই ফুটবল শিখিয়ে এলো মোহামেডান। অ্যাওয়ে ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে মতিঝিলের দলটি।
আজকের ম্যাচটা ‘ফিফটি ফিফটি‘ দেখেছে সিলেট জেলা স্টেডিয়াম। তবে সুযোগ কাজে লাগানোর সময় এগিয়ে থাকবে মোহামেডান। ছয় মিনিটেই সোলায়মান ডায়াবেটের গোলে লিড নিয়ে নেয় সফরকারিরা। প্রথমার্ধেই পেদ্রো হেনরিকের গোলে সমতায় ফেরে শেখ রাসেল।
দ্বিতীয়ার্ধের খেলাটাই ছিল ম্যাচ নির্ধারণীর। মাথা ঠাণ্ডা রেখে আক্রমণকে শানিত করে শেখ রাসেলকে চমকে দিয়ে আবারও লিড নেয় মোহামেডান। ৮৬ মিনিটে শাহেদ হোসেনের গোলে জয়ও নিশ্চিত করে ফেলে মোহামেডান।
এ জয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল সিন লেনের মোহামেডান। অন্যদিকে তিন ম্যাচেই পয়েন্ট হারিয়ে দশে নেমে গেছে সাইফুল বারী টিটুর শেখ রাসেল।