বিশ্বকাপ মিশনে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২১
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতের বিপক্ষে। পার্থে টসে জিতে ভারতকে বোলিংয়ে পাঠিয়েছে টাইগ্রেসরা।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী সালমা খাতুনের দল। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন টাইগ্রিসদের ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিন সংগ্রাহক নিগার সুলতানা (৩০৯), সানজিদা ইসলাম (২৭১) এবং ফারগানা হক (২৪১)। এছাড়া বল হাতেও দারুণ ফর্মে আছেন স্পিনার নাহিদা আকতার (১৯), পেসার জাহানারা আলম (১৬) এবং অফস্পিনার অধিনায়ক সালমা খাতুন (১০)।
ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান আশা যোগাচ্ছে জয়ের। শেষ দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ভারতীয় নারী দল। ২০১৮ সালে নারী এশিয়া কাপে ভারতকে হারিয়েই শিরোপা জেতে বাংলাদেশ দল। কিন্তু এর আগে ২০১৬ এশিয়া কাপে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারে বাংলাদেশ দল। অর্থাৎ শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত আর দু’টিতে জয় টাইগ্রিসদের।
বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আক্তার।
ভারত একাদশ: তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, জেমিনাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কর (অধিনায়ক), দ্বীপ্তি শর্মা, রিচা ঘোষ, ভিদা কৃষ্ণমুর্তি, শিক্ষা পান্ডে, পুনম যাদব, রাজশ্রি গায়কোয়াদ।