বসন্তে হাসল মুমিনুলের ব্যাট
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৪
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলপতি মুমিনুল হক ভবিষ্যদ্বানী করেছিলেন, কেউ না কেউ এই ম্যাচে সেঞ্চুরি করবেই। কী আশ্চর্য্য! তাই কিনা ফলে গেল! আর কেউ নন, সেই তিনিই মেরে দিলেন! ক্রিজের অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিমও সেই পথেই ব্যাটিং রথ ছুটিয়েছেন।
সাদা পোষাকে সব শেষ মুমিনুলের ব্যাট হেসেছিল সেই ২০১৮ সালে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অগ্রহায়ণের এক দুপুরে লাকি ভেন্যু সাগরিকায় তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি (১২০ রান)। এরপর আরো একটি অগ্রাহয়ণ এসে মাঘের শীতও বিদায় নিল। কিন্তু মুমিনুল যেন কিছুতেই স্বরুপে উদ্ভসিত হয়ে উঠতে পারছিলেন না।
অবশেষে বসন্তের দিনে হাসল তার ব্যাট। ধরা দিল বহু কাঙ্ক্ষিত সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই সেই জাদুকরি তিন সংখ্যা ছুঁয়ে ফেললেন বাংলাদেশের এই লিটল মাস্টার। নবম সেঞ্চুরি তুলে নিয়ে ছুঁয়ে ফেললেন দেশ সেরা তামিম ইকবালকে। কেননা সাদা পোশাকে তামিমের সেঞ্চুরির সংখ্যাও ৯টি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনে নেমেছিলেন ৭৯ রান নিয়ে। সেঞ্চুরি ছুঁতে যে ২১ রানের প্রয়োজন ছিলে তা ছুঁয়েছেন দিনের ১২তম ওভারে। এর মধ্যে একটি বলেও বাজে শট খেলেননি, ছিল না বিন্দুমাত্র পা হড়কানোর ঝুঁকি। তবে ৮৩তম ওভারে ৯৬ রানে একবার অফ স্ট্যাম্পের বেশ বাইরের বলটি খোঁচা দিয়ে নিজেই জিহবায় কামড় বসিয়েছিলেন। ভাগ্যিস বলটি এজ হয়ে স্লিপের মুঠোয় চলে যায়নি।
তবে এরপর অবশ্য আর কোন খোঁচা নয়। ডোনাল্ড ত্রিপানোর চতুর্থ ডেপলিভারিটি নান্দনিক ড্রাইভে লং অন অঞ্চল সীমানার বাইরে পাঠিয়ে দিয়েই হেলমেট খুলে আকাশের দিকে তাকালেন। এরপর ব্যাট উঁচিয়ে ছুটে গেলেন ক্রিজের অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের কাছে। মুশফিক তাকে জড়িয়ে ধরে বাহবা দিলেন। সাদামাটাভাবেই শেষ হলো শতক উদযাপন।
হোম অব ক্রিকেট মিরপুরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। বাকি দুটির একটি এসেছিল ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে আর অপরটি ২০১৮ সালে। যেখানে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। অপর ৬টি সেঞ্চুরিই তার বিভাগীয় শহর চট্টগ্রামের জহুর আহমেদে এসেছে।
মুমিনুলের এই ইনিংস ও মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রান টপকে এখন বড় লিডের দিকে ছুটছে স্বাগতিক বাংলাদেশ।
দেখা যাক তাদের ব্যাটিংয়ে সাদা পোশাকে প্রায় একবছরের বেশি সময় অধরা জয় লাল সবুজের দল আলিঙ্গন করতে পারেন কিনা।