১ দিনেই ১৯ গোলের বন্যা দেখলো নারী লিগ!
২৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৩
ঢাকা: প্রথম দিনেই বসুন্ধরা কিংস এক ডজন গোল দিয়ে জানান দিয়েছে সাত বছর পরে মাঠে গড়ানো নারী লিগে এবার গোলের ফুলঝুড়ি ছোটাবে তারা। জাতীয় দলের এক ঝাঁক ফুটবলারদের নিয়ে গড়া কিংস এমনটা করবে সেটা অনুমেয়ই ছিল। তবে লিগের দ্বিতীয় দিনে যা ঘটলো তা কিছুটা অবিশ্বাস্যই। দুই ম্যাচে ১৯ গোল দেখেছে নারী লিগ। কিংসহীন এদিনে এতো গোল আশা কি করেছিল অংশ নেয়া দলগুলো?
সে প্রশ্নের হিসেবে পরে যাওয়া যাক। আগে বলে নেয়া যায় কারা এতো গোল করলো?
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ রবিবার যেন গোলবন্যা দেখেছে সমর্থকরা।
দিনের প্রথম ম্যাচ দিয়ে শুরু করা যাক। জামালপুল কাচারিপাড়া একাদশের মুখোমুখি কুমিল্লা ইউনাইটেড। এ ম্যাচটা শেষ হয়েছে ৬-১ ব্যবধানে। জিতেছে জামালপুর কাচারিপাড়া। প্রথমে এক গোলে পিছিয়ে থেকে কুমিল্লার জালে গুনে গুনে ছয়বার বল পাঠিয়েছে কাচারিপাড়া।
হ্যাটট্রিক করেছেন জান্নাত আরা রুমী। জোড়া গোল করেছেন কুরশিয়া জান্নাত। একটি গোল আসে তানিয়ার কাছ থেকে। সব মিলে সাত গোলের খেলা দেখেছে ফুটবল সমর্থকরা।
মজার বিষয় হলো দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিক দেখা গেছে। এবার বসুন্ধরা কিংসের পুনরাবৃত্তি ঘটিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। কিংসের মতোই গোল গোল না খেয়ে ১২-০ গোলের বিশাল ব্যবধানে স্পার্টন এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে হারিয়েছে দলটি।
এ ম্যাচে দুটি হ্যাটট্রিক এসেছে। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন আকলিমা খাতুন, তিনটি করেছেন স্বপ্না। জোড়া গোল এসেছে উন্নতি খাতুন ও নউসুনের কাছ থেকে। একটি এসেছে সোহাগী কিসকুর কাছ থেকে।
প্রথম দুই দিনে তিন ম্যাচেই ৩১ গোল হয়েছে নারী লিগে। আগামী চারদিন নারী লিগের কোনো ম্যাচ নেই। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বেও খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে। তাই চারদিন পর নারী লিগের খেলা আবার শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।