Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফির নেতৃত্বে শেষ সিরিজের দলে ব্যাপক পরিবর্তন


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৩

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বর ব্যাটন অনুমিতভাবেই থাকছে মাশরাফি বিন মুর্ত্তজার হাতে। তবে তার শেষ ওয়ানডে সিরিজে দলে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন।

কেননা দল থেকে বাদ পড়েছেন-ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত। আর ব্যক্তিগত কারণে থাকছেন না সৌম্য সরকারও। এদিকে ফিরেছেন; লিটন দাস, আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ সাইফ উদ্দিন।

বিজ্ঞাপন

দলের নতুন মুখ নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশের ১৫ সদ্যের দল: মাশরাফি বিন মুর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হেসেন, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামি ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। দ্বিতীয়টি ৩ মার্চ এবং তৃতীয় ও শেষটি ৬ মার্চ।

অধিনায়ক ওয়ানডে সিরিজ ওয়ানডে স্কোয়াড ঘোষণা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মাশরাফি বিন মোর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর