বার্সার জয়ের রাতে রিয়ালের হার
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫০
লা লিগায় রিয়াল-বার্সা লড়াই বেশ জমে উঠেছে। সপ্তাহ খানেক আগে বার্সার হারে রিয়াল উঠে গিয়েছিল টেবিলের শীর্ষে। তবে পাশার দান ঘুরতে খুব বেশি সময় নেয়নি। শনিবার (২২ ফেব্রুয়ারি) মেসির হ্যাট্রিকে এইবারের বিপক্ষে বড় জয় নিয়ে বার্সেলোনার মাঠ ছাড়ার বিপরীতে লেভেন্তের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ফলশ্রুতিতে আবার টেবিলের শীর্ষস্থান ফিরে পেল বার্সেলোনা।
ঘরের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই (১৪,৩৭ এবং ৪০ মিনিটে) হ্যাট্রিক তুলে নেন লিওনেল মেসি। দীর্ঘ প্রায় এক মাস গোল খরায় কাটাবার পর অবশেষে গোলের দেখা মিলল এই তারকার পা থেকে। শুধু তাই নয়, দেখা মিলেছে দুর্দান্ত এক হ্যাট্রিক সহ চারটি গোলের।
প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে সেতিয়েন শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে এইবারের জালে চতুর্থ বারের মতো বল জড়ান লিওনেল মেসি। ঠিক তাঁর দুই মিনিট পর প্রতিপক্ষের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ৫-০ গোলের বড় জয় এনে দেন আর্থার মেলো।
অপরদিকে দিনের আরেক ম্যাচে লেভেন্তের মাঠ থেকে হারকে সঙ্গী করে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত আক্রমণ সফল হচ্ছিল না জিদান শিষ্যদের। পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের গোলবারে তাঁরা শট নিয়েছে ১৯টি। এর ভেতর ৭টি শট ছিল লক্ষ্যে। তারপরও একটি গোলও বের করে আনতে পারেনি লা লিগার সফলতম দলটি। উল্টো ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
একাদশ মিনিটে এগিয়ে যাবার সম্ভাবনা জাগায় রিয়াল। লেভেন্তের গোলরক্ষক আইতর ফের্নান্দেসকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি করিম বেনজেমা। পরমুহূর্তে ইসকোর শটও ঠেকিয়ে দেন স্প্যানিশ এই গোলরক্ষক।
গোলশুণ্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধেও একইভাবে আধিপত্য ধরে রাখে রিয়াল। কিন্তু বারবার আক্রমণে সম্ভাবনা জাগিয়েও ফিনিশিংয়ে গিয়ে তাদের খেই হারানোর দৃশ্য ছিল প্রচণ্ড দৃষ্টিকটু।
৬৭তম মিনিট বেশ বড় এক ধাক্কা খায় জিদান বাহিনী। ফের চোট মাঠ ছাড়েন দীর্ঘদিন পর ফেরা হ্যাজার্ড। এরপর হাতছাড়া হয় বেশ কিছু গোলের সম্ভাবনা।
তবে ম্যাচের ৭৯ মিনিটে রিয়ালকে সবচেয়ে বড় ধাক্কা দেয় লেভেন্তের মিডফিল্ডার হোসে মোরালেস। অতর্কিত এক আক্রমণে সতীর্থের ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় উচু জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এরপর আর গোলের দেখা না পাওয়ায় লিগে টানা ১৫ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। সেই সাথে হারায় টেবিলের শীর্ষস্থানও।
২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরে গেছে বার্সেলোনা। আর অপরদিকে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।