সাবিনা-কৃষ্ণাদের এক ডজন গোলের উৎসব
২২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১২
ঢাকা: সাত বছর পর আবারও মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। লিগের প্রথম ম্যাচেই বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের জালে গোলোৎসব করেছে সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংস। জাতীয় দলের সব তারকাদের নিয়ে গড়া কিংস প্রথম ম্যাচে এক ডজন গোলের উৎসব করে লিগ শুরু করেছে। কিংসের হয়ে হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী রায়।
আজ শনিবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রিকোটিক্স নারী ফুটবল লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ এর বিশাল ব্যবধানে হারিয়ে জয় লিগ শুরু করে বসুন্ধরা কিংস।
তৃণমূল পর্যায় থেকে ফুটবলারদের নিয়ে গড়া বেগম আনোয়ারা দলটি মাত্র দু’দিনের অনুশীলনে সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে নেমে কুলকিনারা খুঁজে পায়নি। জাতীয় দলের ১৯ জন ফুটবলারকে নিয়ে গড়া কিংস নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী দল এবারের লিগে।
মাহমুদা খাতুনের কোচিংয়ে তারকার দল কিংস খেললও একেবারে ‘রাণীর’ মতোই। বিপক্ষ দল যেন পাত্তাই পেল না।
ম্যাচের প্রথম দশ মিনিট দেখলেই ম্যাচের পুরো অবস্থা বুঝে যাওয়া মুশকিল নয়। ম্যাচ শুরু হয়ে ৩০ সেকেন্ডও কাটেনি। আনোয়ারা স্পোর্টিং ক্লাবের জালে গোলের যাত্রা শুরু। সেই গোলযাত্রা ঠেকেছে একেবারে শেষ মিনিটেও।
হ্যাটট্রিকসহ একাই চারবার বল জালে জড়িয়েছেন কৃষ্ণা রাণী সরকার। দলের অধিনায়ক সাবিনা খাতুন করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল এসেছে মিশরাত জাহান মৌসুমীর কাছ থেকে। একটি করে গোলের স্বাদ পেয়েছেন শিউলী আজিম, নার্গিস খাতুন ও মারিয়া মান্ডা।
যেভাবে গোল করে যাচ্ছে কিংস তাতে লিগে অন্তত একশ’ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলতেও পারে দলটি।
লিগের দ্বিতীয় ম্যাচের সামনে ছয়দিনের বিরতি পাচ্ছে কিংস। ২৮ ফেব্রুয়ারি স্পার্টা এমকে গ্যালাকটিকো সিলেট এফসির সঙ্গে খেলবে বসুন্ধরা কিংস।