বাংলাদেশ-জিম্বাবুয়ের সেঞ্চুরির ম্যাচ
২২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৯
সিরিজের একমাত্র টেস্টে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। এই টেস্টের মাধ্যমে অনন্য এক সেঞ্চুরি করলো দুই দল। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের এটি ১০০তম ম্যাচ। অর্থাৎ ম্যাচের সেঞ্চুরি হল আজ এই দুই দলের।
১৯৯৭ সালের অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে প্রথমবারের মতো খেলতে নেমেছিল এই দুই দল। প্রায় সাড়ে ২২ বছর পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসে তারা খেলছে নিজেদের ১০০তম ম্যাচটি।
দীর্ঘ এই সময়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৬ টেস্ট (চলতি টেস্ট বাদে), ৭২ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি ম্যাচে। চলতি ম্যাচ বাদে খেলা ৯৯টি ম্যাচে ৫৭টি ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। ৩টি ড্রয়ের সঙ্গে সঙ্গে ৩৯টি ম্যাচ নিজেদের ঝুলিতে পুরতে পেরেছে জিম্বাবুয়ে।
যদিও ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত দুই দলের মুখোমুখি ২০ দেখায় ১৬ ম্যাচই নিজেদের করে নিয়েছিল রোডেশিয়ানরা। বাংলাদেশের অর্জন ছিল ২টি জয় এবং ২টি ড্র।
কিন্তু ২০০৫ এর পর পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যায় বাংলাদেশ। বিগত ১৫ বছরে দুই দলের মুখোমুখি ৭৯ ম্যাচে টাইগাররা জয় ৫৫টিতে, ড্র ১টি। অপরদিকে জিম্বাবুয়ের জয় বাকি ২৩টিতে।