টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
২২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫২
একমাত্র টেস্ট ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
টানা হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্যেই মূলত জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে। একদিকে বাংলাদেশের যেমন রয়েছে সদ্যই পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের দগদগে স্মৃতি, ঠিক তেমনই জিম্বাবুয়ের রয়েছে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ড্রয়ের মধুর স্মৃতি।
যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে এই ম্যাচের জয় পরাজয় নির্ধারিত হবে না বলে বলছেন রোডেশিয়ান দলপতি ক্রেইগ আরভিন। তবে জয়ের বিষয়ে আশাবাদী দুই দলই।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টায় মাঠে গড়াবে ম্যাচটি।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ-
প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), চার্লটন শুমা, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডিলোভু, ভিক্টর নায়াউচি।