মুশফিকের দলে ফেরায় শক্তি পাচ্ছেন মুমিনুল
২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৬
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়ে দেশে ফিরেতে হয়েছে বাংলাদেশেকে। পরাজয়ের শৃঙ্খলে আবদ্ধ বাংলাদেশকে মুক্তি দেওয়ার প্রয়াস হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়েকে। বিসিবি’র ধারণা জিম্বাবুয়ের সাথে টেস্টে জয় পেয়ে সাদা পোশাকে ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ।
কিন্তু জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ মানতে নারাজ টাইগার দলপতি মুমিনুল হক। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে আমাদের দেশে আসছে মানে খাটো করে দেখার কিছু নেই। কোন দলই কিন্তু খাটো না। সব দলই ভালো। আমি জিম্বাবুয়েকে সবসময় জিম্বাবুয়েকে ভালো দল হিসেবেই কাউন্ট করি।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এই কথা জানান মুমিনুল হক।
মুশফিকের মত সিনিয়র ক্রিকেটার দলে ফেরায় জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ব্যপারে বেশ আশা জাগছে এই টাইগার দলপতির মনে। তিনি এই বিষয়ে বলেন, ‘দেখেন একটা দলে সিনিয়র ক্রিকেটার না থাকা মানে দুঃশ্চিন্তা থাকে। ওই হিসাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় মুশফিক ভাই আসছে, অধিনায়ক হিসেবে অনেক বেশি স্বস্তিদায়ক আমার জন্য। আমার আত্মবিশ্বাস বাড়ছে।’
তিনি যোগ করেন, ‘আমার কাছে মনে হয় দলের যখন একটা ভালো ব্যালেন্স চলে আসবে ধরেন দলে যদি ৬ জন জেনুয়েন ব্যাটসম্যান হবে বা ৭ টা জেনুয়েন ব্যাটসম্যান হবে তখন আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে। আমাদের দলটা এমন না যে অস্ট্রেলিয়া বা ভারতের মত। আস্তে আস্তে দল যখন গ্রো আপ হবে এসব পরিবর্তন হবে। আসলে দলের কম্বিনেশনের জন্যই মাঝে মাঝে এসব পরিবর্তন আনতে হয়।’
জিম্বাবুয়ের বিপক্ষে জিতে পাকিস্তান সফরের শেষ টেস্টটিতে ঘুরে দাঁড়াতে চায় মুমিনুল এন্ড কোং। সেই সাথে দলের চলমান খারাপ সময় কাটবে বলেও আশাবাদী তিনি। এবং সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
‘আমার কাছে মনে হয় যে আমরা যদি মায়চটা জিততে পারি পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। পুরো জিনিসটা বলতে আগে হারছি ওইটা না, আমরা যে ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা ওভারকাম করা হবে। আমার কাছে মনে হয় খারাপ সময়টা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যেভাবে আমরা অনুশীলন করছি এবং ট্রেনিং সেশন চলতেছে এটা পুরোপুরি আরও সুন্দর হয়ে যাবে।’
সম্প্রতি ব্যাটিংয়ের দৈন্যদশার কারণে খুব অল্পতেই গুটিয়ে যাচ্ছে বাংলাদেশ। টেস্টের মেজাজটা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ব্যাটিংয়ে। যার দরুন আসছে না বড় সংগ্রহ। এদিক থেকে কিছুটা পিছিয়ে থেকেই নিজের অবস্থান পরিস্কার করেন তিনি।
‘সত্যি বলতে গেলে আমার কাছে মনে হয় এতগুলো ইনিংসে একটা ১০০ না থাকা মানে হয়তো আপনি নিচের দিকেই আছেন। ইনশাল্লাহ আমরা এটা ওভারকামের জন্য কাজ করছি।… টোটাল দলের কথাই বলছি, আমার কথা বলতেছিনা।ওই কথায় আমাদের টিমের কেউ ১০০, ২২০ বা ৩০০ করবে কথা দিলাম যে কেউই হোক বা বড় ইনিংস খেলবে ইনশাল্লাহ।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র টেস্টে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে ডোমিঙ্গো বাহিনী।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুমিনুল হক মুশফিকুর রহিম