Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাউদ্দিনের বিপক্ষে সভাপতি পদে লড়বেন বাদল রায়


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ঘোলাটে হচ্ছে ফুটবল পাড়া। গেল এক যুগ ধরে বাফুফের প্রধানের দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তবে তার দিকে অভিযোগের তীর অনেক। তাই নতুন নেতৃত্বের কথা ভেবেছিল ফুটবল পাড়া। সেক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ছিলেন তরফদার মো. রুহুল আমিন। তবে হঠাৎ করেই ঘোষণা দিলেন, আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন না তিনি। আর তখনই গুঞ্জন উঠল, বাফুফে ভবন ঘিরে ‘ফাঁকা মাঠে’ গোল দিচ্ছেন সালাউদ্দিন। কিন্তু না তা আর হচ্ছে না, নির্বাচনে সালাউদ্দিনের প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তিনি। বলেন, ‘কেউ না দাঁড়ালে আমি দাঁড়াব।’

এর আগে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মো. রুহুল আমিন বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছিলেন। কয়েকদিনের ব্যবধানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি।

ওই দিনই সংবাদ সম্মেলন করে আসন্ন বাফুফে নির্বাচনে ফের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন কাজী সালাউদ্দিন। রুহুল আমিন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এটা অনুমিতই ছিল, টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি পদে বসতে চলেছেন কাজী সালাউদ্দিন। তবে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেলেন বাদল রায়।

বাফুফের নির্বাচনে বর্তমান সভাপতির সব থেকে বড় প্রতিপক্ষের সরে দাঁড়ানোটাকে সহজভাবে দেখছেন না বাদল রায়। তিনি বলেন, ‘‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তরফদার সাহেব সরে গেছেন। আমি মনে করি তরফদার সাহেবকে সরানোর পেছনে দায়ী সালাউদ্দিন ভাই। তরফদার সাহেব সরে গেছেন, আমিও তো মরি নাই। যতদিন বেঁচে থাকব অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাব।’

গেল নির্বাচনে সালাউদ্দিনের প্যানেল থেকেই সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন বাদল রায়। একই প্যানেল থেকে সহসভাপতি নির্বাচিত হন আরেক দক্ষ সংগঠক ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন মহিও। বাদল-মহি সালাউদ্দিনের কর্মকাণ্ড নিয়ে বরাবরই সোচ্চার। ফুটবল যে ধ্বংসের মুখে, ফুটবলের অধোগতি এবং দুর্নীতির জন্য সালাউদ্দিনকে দায়ী করেন বাদল রায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাদল রায় বলেন, ‘১২ বছর ধরে ক্ষমতায় আছেন সালাউদ্দিন ভাই। গেল ১২টা বছর ওনার সঙ্গে কাজ করেছি। উনি ফুটবলের ভালো চান না। সারাদেশের ফুটবল ধ্বংস করেছেন, ক্লাব ফুটবলকে ধ্বংস করেছেন। আগামীতে তাকে সভাপতি করা হলে ফুটবল তো ধ্বংস হয়েছেই, কেবল কবর দেওয়া বাকি। সেই কাজটুকুও হয়ে যাবে।’

কাজী সালাউদ্দিন টপ নিউজ বাদল রায় বাফুফে নির্বাচন সভাপতি পদে নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর