Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর মতে ফুটবলারে বর্তমান-ভবিষ্যৎ এমবাপে


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৯

ফ্রেন্স ক্লাব এএস মোনাকোতে থাকাকালীন ফুটবল বিশ্বের নজরে আসেন কিলিয়ান এমবাপে। এরপর মোনাকো থেকে নাম লেখান পিএসজিতে সেখানে তারকা হয়ে ওঠা এমবাপের। তারপর তো বিশ্বকাপ জয় করে ফ্রেন্স মহাতারকা বনে গেলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয় করে কেড়ে নিয়েছেন প্রদীপের সব আলো। এখন ফুটবল বিশ্বের সব থেকে বড় তারকা হওয়ার দিকেই নজর এমবাপের। আর তার উপর ভরসা রেখেছেন আর এক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

এমবাপে জানিয়েছিলেন ফুটবল বিশ্বে তার আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক ছবিতেও দেখা মেলে এমবাপে তার ঘর ভর্তি করে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টার লাগিয়ে রেখেছেন।

এবার নাইকির এক বিজ্ঞাপনে রোনালদো জানিয়ে দিলেন কিলিয়ান এমবাপেই ফুটবলের বর্তমান এবং ভবিষ্যৎ। তিনি বলেন, ‘এমবাপে ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ। সে দারুণ একজন ফুটবলার। সে অনেক দ্রুতগামী আর সেই ফুটবলের ভবিষ্যৎ হবে।’

২১ বছর বয়সী এমবাপে এর মধ্যেই নামের পাশে একটি বিশ্বকাপ যোগ করে ফেলেছেন। সেই সঙ্গে ফ্রেন্স লিগ ওয়ান জিতেছেন তিনটি। গেল মৌসুমে নামের পাশে আছে ৩৯টি গোল। আর চলতি মৌসুমে ইতোমধ্যেই করেছেন ২১টি গোল। যার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৫ গোল, লিগ ওয়ানে ১৫টি এবং ফ্রেন্স কাপে একটি গোল।

কিলিয়ান এমবাপে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রেন্স লিগ ওয়ান বিশ্বকাপ জয়ী বিশ্বসেরা ফুটবলার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর