Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যালেন্সিয়ার জালে গোলোৎসব করলো ‘নবাগত’ আটলান্টা


২০ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩০

চ্যাম্পিয়নস লিগে আটলান্টা বিসির ইতিহাস নেই বললেই চলে। ২০১০-১১ মৌসুমে সিরি আ’তে সুযোগ পেয়েই ১০ বছরে অনেক বদলে গেছে দলটি। গত সিরি লিগে জুভেন্টাস-ইন্টার মিলানদের মতো দলদের লজ্জ্বা দেয়া ইতালির এ দলটি এখন পৃথিবীরও একটা চমকের নাম। বিশ্ব ফুটবলে চমকের পর চমক উপহার দেয়া আটলান্টা চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ জায়ান্ট ভ্যালেন্সিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে সি গ্রুপ থেকে। শেষ ১৬’তে এইস গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া ভ্যালেন্সিয়াকে ঘরের মাঠ সান সিরোতে যেন দুঃস্বপ্ন উপহার দিয়েছে। স্প্যানিশ জায়ান্টদের জালে হালি গোলের উৎসব করে কোয়ার্টার ফাইনালটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে!

বিজ্ঞাপন

অবশ্য লা লিগার এ মৌসুমটা একটু বলতে গেলে খারাপই কাটছে ভ্যালেন্সিয়ার। সাতে অবস্থান করছে তারা। লিগের সবশেষ ম্যাচটাও হেরে আসা দলটার জন্য ‘ভয়ংকর’ আটলান্টার মুখোমুখি হওয়াটা বড় পরীক্ষাই ছিল। সেই পরীক্ষায় কঠিন প্রশ্নের মুখেই পড়তে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

ম্যাচের দখল আর আক্রমণ দুটো জায়গাতেই যেন তরবারি চালিয়ে গেছে আটলান্টা।

ম্যাচের ৭ মিনিটের মাথায় হ্যাটবোয়েরের গোলে ঘরের মাঠে আটলান্টার এগিয়ে যাওয়া শুরু। ৪২ মিনিটে ইলিসিসের বুলেট শটের গোলে ব্যবধান বাড়িয়ে প্রথমার্ধ পকেটে পুড়ে দ্বিতীয়ার্ধে হামলা অব্যাহত রেখেছে আটলান্টা।

ম্যাচের ৫৭ মিনিটে ফ্রেইউলারের গোলে ব্যবধান ৩-০ করে ফেলে স্বাগতিকরা। তার পাঁচ মিনিটে পরে হ্যাটবোয়ারের আরেকটি গোলে ম্যাচটা বদলবন্দী করে ফেলে আটলান্টা। ৬৬ মিনিটে ডেনিসের গোলটা শুধু অ্যাওয়ে ম্যাচে সান্ত্বনা দেয়ার মতোই (৪-১)। তবে এ অ্যাওয়ে গোল বলেই একটু স্বস্থি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা।

বিজ্ঞাপন

অভিষেকেই একটা মজার ঘটনার জন্ম দিয়েছে আটলান্টা। অভিষেক মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে মোট ১২ গোল করেছে দলটি। ১২ গোলের ১০টিই এসেছে ভিন্ন ভিন্ন ফুটবলারের কাছ থেকে!

ফিরতি লেগের জন্য ভালই সময় পাচ্ছে দু’দলই। ১১ মার্চ ফিরতি লেগে মেস্তেলা স্টেডিয়ামে আটলান্টাকে আতিথ্য দেবে ভ্যালেন্সিয়া।

আটলান্টা চ্যাম্পিয়ন্স লিগ ভ্যালেন্সিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর