জিম্বাবুয়ে সিরিজ শেষে নেতৃত্ব হারাচ্ছেন মাশরাফি!
১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩১
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষেই হয়ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব হারাচ্ছেন মাশরাফি বিন মুত্তর্জা। কেননা ২০২৩ আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি যে পরিকল্পনা গ্রহন করেছে তার সফল বাস্তবায়নের অধিনায়ক হিসেবে হয়ত বাদ দেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল এই দলপতিকে। তবে অধিনায়কত্ব হারালেও বিশ্বমঞ্চের ওই আসরে একজন প্লেয়ার হিসেবে তিনি ঠিকই খেলতে পারবেন। সেক্ষেত্রে তার ফিটনেস থাকতে হবে আপ টু দ্য মার্কএবং পাফরম্যান্স লেভেলও হতে হবে সন্তোষজনক।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ মাধ্যমকে তেমনই ইঙ্গিত দিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘ওর সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার যে ও আর কত দিন খেলবে। তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যে বিশ্বকাপটা আছে সেটার দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হয় এক মাসের মধ্যে এই ব্যাপারে ক্লিয়ার কাট সিদ্ধান্ত দিতে পারব। এই সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। পারলে বিশ দিনের মধ্যেই।’
তবে পাপন এও অকপটে স্বীকার করলেন যে বাংলাদেশ ক্রিকেটের যে উচ্চতায় এসেছে এর পেছনে মাশরাফির ভুমিকা অনস্বীকার্য।
‘মাশরাফির মত অধিনায়ক এই মুহুর্তে আমাদের হাতে নেই। এটা সত্যি এবং আমি সবসময় এবং বলেও আসছি। আমাদের ক্রিকেটে কিছু কিছু ব্যাপার পরিবর্তন হচ্ছে। আগে ধরেন বিপ টেস্ট ছিল না। এখন আমরা সেটা চালু করেছি। বিপ টেস্ট সে না ও পাশ করতে পারে।একই সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসেছিল মাশরাফির অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই। ওর অধিনায়কত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
শুধু অধিনায়কত্বই নয় খোদ মাশরাফিকেই বাংলাদেশ ক্রিকেট দল থেকে বিদায় জানাতে বিসিবি উদগ্রীব হয়ে আছে সেই বিশ্বকাপ থেকেই। সেটা অন্য কারণে নয়, বিশ্বকাপে তার নিজের পারফরম্যান্স ও দলের পারফরম্যান্স বিবেচনায়। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২২ গজের সেই বিশ্বযুদ্ধের ৮ ম্যাচে মাশরাফির উইকেট ছিল মাত্র ১টি। আর দল জয়ের মুখ দেখেছিল মাত্র ৩ ম্যাচে। তাতে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে আটে থেকে ফিরতে হয়েছিল টিম বাংলাদেশকে।
জুলাইয়ের মাঝামাঝি দল বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর বিসিবি চেয়েছিল সেপ্টেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করে মাশরাফিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে। কিন্তু বিসিবির দেওয়া সেই প্রস্তাবে সায় দেননি নড়াইল এক্সপ্রেস। সেই যে মাঠ ছাড়লেন ওয়ানডে দলপতি আর এলেন গেল ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএলে।
বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে যখন খেলছিলেন তখন তাকে প্রশ্নবানে জর্জরিত করা হলো-কবে ক্রিকেট ছাড়ছেন? অধিনায়কত্বই বা ছাড়ছেন কবে? কবে ক্রিকেট ছাড়ছেন? এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেছিলেন, ‘আমি ক্রিকেট খেলাটা উপভোগ করি তাই খেলে যাব। কিন্তু খেলা মানে তো আর এই না যে আমাকে জাতীয় দলে খেলতে হবে। নির্বাচকেরা যদি মনে করেন তাহলে আমি জাতীয় দলে খেলব। আর মনে না করলে খেলব না। তবে কবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ব, মাঠ থেকে বিদায় নেব কিনা সেটা এখনই বলতে পারছি না।’
আর অধিনায়কত্ব কবে ছাড়ছেন এমন প্রশ্নের জবাবে টাইগার ওডিআই দলপতি বলেছিলেন, ‘আমার সিদ্ধান্ত আমার কাছেই থাকুক।’
দুই মাস পরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ এমন ইঙ্গিত দিলেন।
অধিনায়কত্ব হারাচ্ছেন টপ নিউজ নাজমুল হাসান পাপন মাশরাফি বিন মোর্ত্তজা