Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে’তে অধিনায়ক মাশরাফি


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০০

আর কেউ নন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশকে দলের নেতৃত্বে দেবেন মাশরাফি বিন মুর্ত্তজা। বিশ্বকাপ শেষে স্বেচ্ছায় নির্বাসনে থাকা লাল সবুজের ক্রিকেটের দিন বদলের এই দলপতির হাতেই ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ মাধ্যেমের সামনে একথা জানান বিসিবি সভপাতি নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার ধারণা মাশরাফি এই সিরিজটায় অবশ্যই থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। ও যদি ফিট না হয় সেটা অন্য কথা। ওর জন্য আমরা অতটা কড়াকড়ি করতে যাচ্ছি না।এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছে। এখনো ও অধিনায়ক আছে।’

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আগামি ১, ৩ ও ৬ মার্চ সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

ওয়ানডে ওয়ানডে অধিনায়ক জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ মাশরাফি বিন মোর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর