Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপজয়ী রাকিবুল হাসানকে ময়মনসিংহে সংবর্ধনা


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৭

গেল ৯ ফেব্রুয়ারি ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছে বাংলাদেশ। আর বিশ্বজয়ের পথে বড় অবদান রেখেছেন বা হাতি স্পিনার রাকিবুল হাসান। বিশ্ব জয় করে আসা ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আর নিজ নিজ জেলা থেকেও ক্রিকেটাররা পাচ্ছেন গণসংবর্ধনা। এর ধারাবাহিকতায় ময়নসিংহের ফুলপুরের রাকিবুল হাসানকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ফুল ও ক্রেষ্ট দিয়ে রাকিবুলকে সংবর্ধনা প্রদান করেন।  এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা ক্রিকেট পরিচালনা কমিটি সসমন্বয়কারী শওকত জাহান মুকুলসহ আরো অনেকেই তাকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা  শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ময়মনসিংহ রাকিবুল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর