Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি একদশের বিপক্ষে জিম্বাবুয়ের জমজমাট লড়াই


১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৩

সাভারের বিকেএসপি’তে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নামে জিম্বাবুয়ে একাদশ। সেখানে সদ্য বিশ্বকাপ জয় করা শাহাদাত হোসেনের ঘূর্ণিতে কুপোকাত হয়ে পড়ে সফরকারী জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত প্রথম দিনের প্রস্তুতিটা বেশ ভালই সেরেছে জিম্বাবুয়ে।

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল জিম্বাবুয়ে। টাইগার বোলারদের বিরুদ্ধে উদ্বোধনী জুটিতেই দলীয় শতক তুলে নেয় প্রিন্স মাসভাউরে এবং কেভিন কাসুজা। জিম্বাবুয়ের দলীয় ১০৫ রানে মাসভাউরেকে (৪৫) তুলে নিয়ে জুটি ভাঙেন আল-আমিন। মাত্র ৫ রানেই তিন উইকেট তুলে নিয়ে শাহাদাত হোসেন দীপু ভড়কে দিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ।

বিজ্ঞাপন

শুরুর দিকে কেভিন কাসুজার ৭০ রানই বড় সংগ্রহের পথ দেখাচ্ছিল সফরকারীদের। শেষ দিকে টেল এন্ডার ব্যাটসম্যান কার্ল মুম্বার হাফসেঞ্চুরিতে অষ্টম উইকেটে ৬৫ রানের জুটি পায় তারা। এতে বিসিবি একাদশকে দিনের শেষ মুহূর্তে বেশ ভুগিয়েছে জিম্বাবুয়ে।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন শাহাদাত হোসেন। ৮ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দু’টি উইকেট নেন আল-আমিন আর একটি উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। প্রথম দিন শেষে ৭ উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২৯১ রান।

প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে বিসিবি একদশ বনাম জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর